শাকিব খানকে বঙ্গবন্ধু চরিত্রে না নিলে সিনেমা বর্জনের হুমকি শাকিব ভক্তদের!
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’। এরই মধ্যে এই সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা শ্যাম বেনেগাল।
সেই থেকে গেল কয়েক মাস জুড়ে গুঞ্জন ছিল, ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করছে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।
বঙ্গবন্ধু চরিত্রে আরেফিন শুভকে কিছুতেই মানতে পারছেন না শাকিব ভক্তরা। তারা আরেফিন শুভ কে বাদ দিয়ে শাকিব খানকে কাস্টিং এ চাইছেন। কারণ তাদের দাবী শাকিব খান এই ক্যারেক্টার করতে পারবে।এছাড়া আর কেউ যোগ্য নয়। এজন্যে তারা চুপিচুপি একটা আন্দোলন ও করেন।
এফ ডি সি তে তাদের একজন হতাশ হয়ে মাইক কেড়ে নিয়ে বলেন, ‘দেখলেন তো ভাই এদের কান্ড টা! কোথাকার কোন আরেফিন না টারেফিন শুভ তারে দিয়া নিয়া বঙ্গবন্ধু ক্যারেক্টার করাচ্ছে।এটা হয় নাকি? আরে মিয়া বঙ্গবন্ধুর কাস্টিং করালে শাকিব খানকে দিয়া কাস্টিং করান।
তারা আরো বলে, ‘নাম্বার ওয়ান শাকিব খান’।
পরে তারা শুটিং বর্জনের ও ডাক দেন।
এদিকে ১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসিমিন সাক্ষরিত এক গেজেটে ‘বঙ্গবন্ধু’র বায়োপিক সিনেমার অভিনেতা অভিনেত্রীদের আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নিশ্চিত করা হয়েছে, এই সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন শুভ।
আরিফিন শুভ ২০০৫ মডেলিং শুরু করেন। এরপর ২০০৭ সালে প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকে অভিনয় করেন। আর ২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শুটিং শুরু হবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত।
বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।
সব ঠিক থাকলে ২০২১ সালের ১৭ মার্চের আগেই আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
বি:দ্র:[এই খবরটি মিথ্যা তো নয় ই বরঞ্চ সত্য ও নয়। তাই সত্য বা মিথ্যা কোনটাই বিশ্বাস করবেন না।শতভাগ বিনোদনের জন্যে পড়ে আনন্দ উপভোগ করাই শ্রেয়।এডমিন লেখক কিংবা পাঠক কেউ দায়ী নয় এই লেখায়]