ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ এবার আইপিএলে নিষিদ্ধ ঘোষণা ইংল্যান্ডের খেলোয়াড়দের!

এবার আইপিএলে নিষিদ্ধ ঘোষণা ইংল্যান্ডের খেলোয়াড়দের!

এবার আইপিএলে নিষিদ্ধ ঘোষণা ইংল্যান্ডের খেলোয়াড়দের!

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতকে খুব সহজেই হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ১০ উইকেটের দাপুটে এবং বড় ব্যবধানের এই জয় দিয়ে আগামী রোববার মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলা নিশ্চিত করলো জস বাটলারের দল।

২০ ওভার ব্যাট করে ১৬৮ রান তোলা ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয় পেতে কোনো উইকেট হারাতে হয়নি, আর জয়ের জন্য ইংল্যান্ডকে মাত্র ১৬ ওভার ব্যাট করতে হয়।

ভারত কোথায় ভুল করলো
বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রবি বোপারা বলেন, ‘ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেনি। প্রথম ছয় ওভারে দেখেশুনে খেলে ৪০ রান নেয়ার সময় এখন আর নেই। আপনার যদি দুর্দান্ত বোলিং আক্রমণ না থাকে, আপনি এই ক্ষতি পোষাতে পারবেন না।’

তার মতে, ভারতের এখন ‘ডাইনামিক’ ক্রিকেটার প্রয়োজন যারা প্রথম ছয় ওভারে ৬০ রান তুলতে পারে।
কেভিন পিটারসেনও টুইটারে একই সুরে লিখেছেন, ‘ইংল্যান্ড ছিল ক্ষুরধার। ভারতের দলটা দারুণ, কিন্তু ইংল্যান্ড ছিল নিখুত।’

মূলত ভারতের দুই ওপেনার আজও হতাশ করেছেন – পাওয়ারপ্লের ৬ ওভারে ভারত তোলে মাত্র ৩৮ রান।

এই টুর্নামেন্টে ভারত একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৬ ওভারে ৪০ পার করেছিল।

এছাড়া, বাংলাদেশের বিপক্ষে ৩৭, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩২ এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম ছয় ওভার ব্যাট করে ৩১ রান তোলে দলটি।

টি-টোয়েন্টি ক্রিকেট এখন এভাবে চলে না বলে মনে করেন বিশ্লেষকরা।

কোনো কোনো ম্যাচ দুর্দান্ত বোলিং জিতিয়ে দিতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই প্রথম ৬ ওভারে ৩০-৪০ রান যথেষ্ট হয় না। লোকেশ রাহুল আজ করেছেন ৫ বলে ৫ রান, আর রোহিত শর্মা ২৮ বল খেলে করেছেন ২৭ রান।

এই ইনিংসের পর সূর্য কুমার যাদবের মতো ব্যাটসম্যানরাও রান তোলার চাপ নিয়ে মাঠে নামেন এবং আজ তিনি আদিল রশীদের লেগস্পিন শরীরের বাইরে থেকে তুলে খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বড় টুর্নামেন্টে টানা ব্যর্থ হচ্ছে। এ নিয়ে টানা চারটি সেমিফাইনাল খেলে হারলো ভারত – সিডনিতে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ, মুম্বাইয়ে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ম্যানচেস্টারে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং আজ অ্যাডিলেডে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার মনে করেন, আজকের স্কোরকার্ড ১৭০/০ ভারতকে অনেকদিন ধরে বিক্ষুব্ধ করবে।

আয়ারল্যান্ডের কাছে হারের পর ইংল্যান্ড এখন ফাইনালে
জস বাটলার মনে করেন, তাদের আয়ারল্যান্ডের বিপক্ষে হার এখন অনেক দূরের গল্প।

এই টুর্নামেন্টেই ইংল্যান্ড আয়ারল্যান্ডের কাছে হেরেছে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করতে যথেষ্ঠ কষ্ট করেছে।

তবে আজ যে পারফরম্যান্স ইংল্যান্ড দেখিয়েছে, তা অনেকের কাছেই ছিল অনবদ্য।

জস বাটলার এর জন্য পুরো দলকেই ক্রেডিট দিতে চান। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা ছিল ১ থেকে ১১-এর পারফরম্যান্স।’

‘আদিল রশীদকে দেখেন, আজ এগারো নম্বরে। আমাদের দলের ব্যাটিং এতটাই গভীর। আমাদের আক্রমণাত্মক হওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে।’

‘আমি বিশেষ ধন্যবাদ দেবো ক্রিস জর্ডানকে। আজ মাঠে নেমেই তার প্রভাব ছিল দেখার মতো।’

নিয়মিত ফাস্ট বোলার মার্ক উড ইনজুরিতে থাকায় ক্রিস জর্ডান আজ একাদশে ছিলেন।

২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে হারের পর ইংল্যান্ডের গোটা ক্রিকেট কাঠামোই ঢেলে সাজানো হয়েছিল। ওয়ানডে বিশ্বকাপের সেই ম্যাচটি ছিল অ্যাডিলেডে।

আজ এই অ্যাডিলেডেই ইংল্যান্ড এমন এর পারফরম্যান্স দেখালো ভারতের বিপক্ষে, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দৃষ্টান্ত হয়ে থাকবে।

তাই রাগে ক্ষোভে আইপিএল থেকে ইংল্যান্ডের খেলোয়াড়দের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষনা দিলো।

You may also like...