বাংলাদেশের খেলার আগে দর্শকের ডাইপার পড়ে খেলা দেখার অনুরোধ বিসিবি’র

বাংলাদেশের খেলার আগে দর্শকের ডাইপার পড়ে খেলা দেখার অনুরোধ বিসিবি’র

বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানে টান টান উত্তেজনা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ-ভারতই সর্বাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ। সম্ভবত কারণেই হাই ভোল্টেজ এই ম্যাচ ঘিরে কোটি কোটি ক্রিকেট প্রেমীর মতো সোস্যাল মিডিয়াতেও উত্তেজনার অন্ত নেই।

দর্শকেরা উত্তেজনার সাক্ষী হতে গিয়ে মাঝে মাঝে উত্তেজনা সামলাতে না পেরে প্যান্টে পিশাব করে দেন।প্যান্ট নষ্ট হয়ে গেলে ইজ্জত মান সম্মান হয়ে যায় ফেলুদা।

তাই বিসিব কর্তাদের এই ভিন্ন ধর্মী অনুরোধ

 

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ-ইঞ্জিন গুগল তার হোম পেইজে প্রকাশ করেছে নতুন গুগল ডুডল। গুগল ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে ভারত-বাংলাদেশ ম্যাচের উত্তেজনা। আজকের বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ উপলক্ষে গুগল ডুডল সেজেছে নতুন সাজে।

এছাড়া জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার এই প্রথম খেলোয়াড়দের উত্তেজনাপূর্ণ উচ্ছ্বাসের ছবিতে পূর্ণ করেছে তাদের হোম পেইজ। এছাড়াও আজকের ম্যাচটির সর্বশেষ খবর জানার সুযোগ রয়েছে সেখানে।

তাই দর্শকের এডাল্ট ডাইপার পড়ে খেলার দেখার অনুরোধ

এদিকে আজ ভারত বাংলাদেশ মহারন ম্যাচ

।টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অ্যাডিলেড ওভালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে দুই দলের সামনেই জয়ের বিকল্প নেই। দলের শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স—কোনোটাতেই ভারতের ধারেকাছে নেই বাংলাদেশ।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের অতীত ইতিহাস তো আরও একপেশে। এই সংস্করণে ১১ ম্যাচে মুখোমুখি হয়ে ১০টি জিতেছে ভারত, ১ ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালে ভারত সফরে দেশটির বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজেই এই সংস্করণে ভারতের বিপক্ষে প্রথম ও একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ।

 

তবু কেন আগুনে লড়াই বলা হচ্ছে? ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ বেশ কয়েকটি টান টান উত্তেজনার ম্যাচে জিততে জিততে হেরেছে। এর বাইরে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট–সমর্থকদের কথার লড়াই তো আছেই। সামাজিক যোগাযোগমাধ্যমেই সেটি বেশি হয়। আজকের ম্যাচটিও অতীতের সেসব আগুনে লড়াইয়ের আমেজ ফিরিয়ে এনেছে।

 

 

You may also like...