শাড়ির সাথে ম্যাচিং করে মাস্ক না পাওয়ায় দোকানে ভাঙচুর চালালেন দুই তরুণী!
শাড়ির সাথে ম্যাচিং করে মাস্ক না পাওয়ায় দোকানে ভাঙচুর চালালেন দুই তরুণী!
গতোকাল দেশে তিনজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছেন।আর তাতেই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। আর করোনা আতঙ্কে সবচেয়ে বেশী ফায়দা লুটেছে মুনাফালোভী স্বার্থান্বেষী মহল। তারা মাস্কের দাম হু হু করে বাড়িয়ে দিয়েছে।
বাজার ঘুরে জানা যায় মাস্কের দাম এখন আকাশচুম্বী। যা সাধারণ মানুষের প্রায় ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পাঁচ টাকার মাস্ক এখন বিক্রি হচ্ছে প্রায় দশগুন দামে অথাৎ পঞ্চাশ টাকায়। তারচেয়ে আরো একটি দামী মানে ৩০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়। আবার কোন কোন স্থানে মাস্কের তীব্র সংকট ও দেখা যাচ্ছে।
কেউ কেউ ফার্মেসীতে মাস্ক না পেয়ে হতাশ হয়ে ঘুরে যাচ্ছে। এমন দুই বন্ধুর সাথে দেখা হয় ঝিগতলা বাসস্ট্যান্ডে। তার করোনা ভয়ে আতঙ্কিত হয়ে ফার্মাসি তে ছুটে আসেন মাস্ক কিনতে।
এদিকে অনেকে শাড়ির সাথে ম্যাচিং করে মাস্ক কিনতে ছুটেছেন দোকান থেকে দোকানে। কিন্তু কিছুতে মিলছে না তাদের সাধের মাস্ক। তাই এটা নিয়ে চটে গিয়েছেন অনেকে। কেউ বা অভিমান করে দোকান ছেড়ে চলে গেছেন।
রাজধানীর উত্তরায় শাড়ির সাথে ম্যাচিং মাস্ক না পাওয়ায় ঘটে গেছে তুঘলকি কান্ড। জানা যায় দুপুরের দিকে দুই তরুনী আসেন মাস্ক কিনতে। তারা দোকানদারকে নিজেদের ড্রেসের কালার দেখিয়ে বলেন
‘এই যে ভাইয়া এই কালারের হালকা পিংকের মধ্যে একটু লাইট ডার্ক কালারের মাস্ক কি আছে আপনার দোকানে?’
– না আপু এমন কোন মাস্ক আমাদের কাছে নেই
এতে ক্ষেপ যান ওই তরুণী। তারপর তারা দোকানদারের গলা চেপে ধরেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে রাগে দোকানের সব কিছু ভেঙে ফেলেন