ভার্সিটি পড়ুয়া প্রেমিকের সিজিপিএ ৩.৭৫ শুনে ব্রেক-আপ করল এসএসসিতে জিপিএ ৫ পাওয়া প্রেমিকা!
ভার্সিটি পড়ুয়া প্রেমিকের সিজিপিএ ৩.৭৫ শুনে ব্রেক-আপ করল এসএসসিতে জিপিএ ৫ পাওয়া প্রেমিকা……..
এবার এস এস সি তে জিপিএ ৫ পেল সাদিয়া। জিপিএ ৫ পেয়ে ঢাকার একটি নামকরা একটি স্কুল থেকে এবার পাশ করেছে সাদিয়া। জিপিএ ৫ পাওয়াতে আনন্দ যেন আর ধরে রাখতে পারছে না।সামাজিক দূরত্ব মেনে স্কুলে বান্ধবীদের সাথে মাঠে গিয়ে আনন্দে উৎসবে মেতে উঠে সাদিয়া।
এদিকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪০ হাজার ২৮ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।
আজ রোববার বেলা ১১ টার পরে শিক্ষা মন্ত্রণালয়ে ফেসবুক লাইভের মাধ্যমে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ফলপ্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানেরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন।
অনলাইনে এই নিউজ পরার পর থেকে সাদিয়ার রেজাল্ট জানার জন্যে সারাদিন ফোন ট্রাই করে ভার্সিটি পড়ুয়া প্রেমিক। অবশেষে সাদিয়া মেসেঞ্জারে জানায় সে জিপিএ ৫ পেয়েছে। আর এতেই খুশিতে পাগল হয়ে যাবার উপক্রম হয় ভার্সিটি পড়ুয়া প্রেমিকের।
-বাবু তোমার রেজাল্ট কি?
-আমি জিপিএ ৫ পেয়েসি বাবু
-আই এম প্রাউড অফ ইউ বাবু…
– বাবু তোমার রেজাল্ট কি।
সাদিয়ার ভার্সিটি পড়ুয়া প্রেমিক জানায়
-বাবু আমি এবার সেমিস্টারে ৩.৭৫ পেয়েসি।
আর এটি শুনেই ক্ষিপ্ত হয়ে যায় সাদিয়া। ছি সে পেয়েছি জিপিএ ৫। আর তার বয়ফ্রেন্ড সে কি না মাত্র ৩.৭৫!!ভাবা যায়? এমন অশিক্ষিত মূর্খ ছেলের সাথে আর রিলেশন রাখবে না। তাই সে রাগের মাথায় বলে উঠে
-তোর সাথে ব্রেক-আপ। তুই আর কোন দিন আমাকে ফোন দিবি নাহ!

screenshot
এটা বলে প্রেমিকা ব্লক করে দেওয়া এই সেমিস্টারে ৩.৭৫ পাওয়া সিজিধারী প্রেমিককে। এর পর থেকে এই প্রেমিক আর ফোন মেসেজ ফেইসবুক কোথাও পাওয়া যাচ্ছে না।