ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ বাংলায় A+ মিস করেছেন রাবা খান।জয়া আহসানের ফলাফলে খুশি বাবা মা!

বাংলায় A+ মিস করেছেন রাবা খান।জয়া আহসানের ফলাফলে খুশি বাবা মা!

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। গতবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন, পাস করে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন।

এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৫৮৩। এ ছাড়া একজনও পাস করেনি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০৭।- প্রথম আলো

সেই সাথে তারকাদের এস এস সি রেজাল্ট ও প্রকাশিত হয়েছে। পূজা চেরী ও রেজাল্ট শুনে দারুণ খুশী। তিনি জানান তার এ প্লাস আশা থাকলেও A পেয়েই খুশি তিনি।

এদিকে মিডিয়ার আর দুই হার্ট থ্রবের রেজাল্ট ও বাজিমাত। রাবা খান ও জয়া আহসানের রেজাল্টে দুজনেই দারুন খুশী। রাবা খানা বাংলায় A+মিস করেছেন। তবুও তিনি সাধারণ জিপিএ ৫ পেয়েছেন। অন্যদিকে জয়া আহসানের ফলাফল না বললেও তিনি জানান তার ফলাফলে তার বাবা মা দারুন খুশী।

পরবর্তী কোথায় পড়ার ইচ্ছে এমন প্রশ্ন করা হলে জয়া আহসান জানান,আপাতোত আর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার ইচ্ছে নেই। ফিজিক্স, কেমেস্ট্রি এমনিতেই অনেক কঠিন। ম্যাথ নিয়ে তিনি দারুন দুর্ভবনায় থাকেন।তাই কলেজে তার ইচ্ছে বাণিজ্য শাখায় পড়বেন কারন এমনিতেও তিনি বাণিজ্য দারুন পটু।“দেবী” সিনেমা তার আকাঠ্য প্রমান।

তবে রাবা খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে রঙ নম্বর বলে ফোন কেটে দিন। বাংলায় এ+ মিস করে ফেলাতে তিনি দারুন আপSet। তবে তার বাসার লোকজন জানিয়েছেন,তিনি ভবিষ্যৎ Bangলিশ নিয়ে পড়াশুনা করতে চান।

You may also like...