Aarong(আড়ং)’র নাম বদল করে Awrong করার প্রস্তাব!
এক সপ্তাহের ব্যবধানে দাম বাড়িয়ে ৭৩০ টাকার পাঞ্জাবি ১৩০৭ টাকায় বিক্রির অভিযোগে জনপ্রিয় ব্র্যান্ড আড়ংয়ের উত্তরা ফ্ল্যাগশিপ স্টোরকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।-প্রথম আলো
এই খবরটি ৩ জুনের। আর ঠিক ২৪ ঘন্টার পর ঘটে ভয়ানক এক ঘটনা।
আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভোক্তা অধিদফতর সংরক্ষণ কর্তৃপক্ষের উপ-পরিচালক পদ থেকে বদলি করে তাকে সড়ক ও জনপথ অধিদফতর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে সোমবার (৩ জুন) এ বদলির আদেশ দেয়া হয়।-জাগো নিউজ
শাহরিয়ার এমনি বদলির এই ঘটনার পর থেকে ঘৃনায় ফুঁসে উঠে চারদিক।চাওয়া হয় সঠিক বিচার। আড়ং এর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।
চারদিক থেকে আসতে থাকে নানান ঘৃনা সংক্রান্ত পোস্ট। আড়ং এর পন্য বর্জনের ডাক দেন দেশের সর্বস্তরের মানুষজন
দেশের সাধারন মানুষেরা তুমুল প্রতিবাদ করে আড়ং এর বিরুদ্ধে। আড়ং এর নাম এখন থেকে আর আড়ং নয় তাদের চিটারি চুরি বাটপারির জন্যে করা উচিত AWRONG!
এমন দাবী তুলে তারা মানব মানবন্ধন করেছে দেশের সাধারন ফেবু সমাজ!