ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ চলচ্চিত্রে আমার পরে এসেছে, তারপরও বলি ইরফান ছেলেটা অসাধারণ অভিনেতা : ওমর সানী

চলচ্চিত্রে আমার পরে এসেছে, তারপরও বলি ইরফান ছেলেটা অসাধারণ অভিনেতা : ওমর সানী

চলচ্চিত্রে আমার পরে এসেছে, তারপরও বলি ইরফান ছেলেটা অসাধারণ অভিনেতা : ওমর সানী

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এদেশের ডুব চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই শোকের ঢেউটা এদেশেও আছড়ে পড়বে কিছুটা। ইরফানকে এদেশের একটা বড় শ্রেণী পছন্দ করেন তার দক্ষ অভিনয়ের জন

ওমর সানী  বলেন, একজন শিল্পীর কোনও দেশ নেই, শিল্পী সবার আমি তাকে কোনওদিন দেখিনি, হৃদয় বলছে আমার বন্ধু ও আমার ভাই অসাধারণ অভিনেতা ইরফান খান, চলচ্চিত্রে আমার পরে এসেছে, তারপরও বলি অসাধারণ অভিনেতা, এক কথায় বলব স্যার সমতুল্য, আল্লাহ তোমাকে জান্নাত বাসী করুন।

আজ বুধবার মাত্র ৫৪ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। স্লামডগ মিলিয়নিয়ার মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। অভিনয় করেছেন বলিউড ও হলিউডের বহু ছবিতে। বাংলাদেশে বহুল আলোচিত একটি চলচ্চিত্র ‘ডুব’-এর মূল ভূমিকাতেও ছিলেন তিনি।

২০১৮ সালে এক টুইটার পোস্টে এই অভিনেতা জানান যে, তিনি এনডোক্রাইন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। এটি এমন এক ধরণের রোগ যেটি রক্তে হরমোনের সরবরাহকে বাধাগ্রস্থ করে। পরে তিনি লন্ডনের একটি হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন।

-কৃতজ্ঞতা কালের কন্ঠ

You may also like...