ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ সুদূর কোরিয়া থেকে ধান কাটতে বাংলাদেশে চলে এসেছেন আন্তর্জাতিক কৃষক কিম জং উন

সুদূর কোরিয়া থেকে ধান কাটতে বাংলাদেশে চলে এসেছেন আন্তর্জাতিক কৃষক কিম জং উন




সুদূর কোরিয়া থেকে ধান কাটতে বাংলাদেশের চকে এসেছেন আন্তর্জাতিক কৃষক কিম জং উন

বৃহত্তর সিলেটের চার জেলার মাঠে মাঠে সোনালি ধানের সমারোহ। এবার এই অঞ্চলের প্রধান ফসল বোরোর ফলনও হয়েছে ভালো। কিন্তু প্রায় সাড়ে ১৩ লাখ কৃষি পরিবারসহ সিলেটের ১ কোটি ১৪ লাখ মানুষের মনে প্রশ্ন, সারা বছরের খোরাকি সোনার ফসল তারা ঘরে তুলতে পারবেন কি!

একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে করোনার ভয়ে ধান কাটার শ্রমিকসংকট। এই পরিস্থিতিতে প্রশাসনসহ এলাকাবাসীর ঘুম নেই। সবার এখন এক চিন্তা—কীভাবে দ্রুততম সময়ে ধান গোলায় তোলা যায়।

তবে এরই মধ্যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ছাত্র-শিক্ষকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বেশ কিছু হাওরে ধান কাটতে নেমেছেন। তাদের পাশাপাশি বিশ্ব নেতারা ধান কাটতে বাংলাদেশে এসেছেন।

তবে কৃষকরা বলেছেন দ্রুত ধান কেটে আনতে বেশি কৃষিযন্ত্রের প্রয়োজন। এদিকে গতকাল মঙ্গলবার দিনভর সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাওরে কৃষক ও স্বেচ্ছাসেবীদের ধান কাটা তদারক করেন।



কৃষি বিভাগ জানায়, এবার সিলেটের চার জেলায় ৪ লাখ ৭৪ হাজার ১৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এ থেকে উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৮ লাখ ৬৪ হাজার ২০৬ টন। রবিবার পর্যন্ত মাত্র ১০ ভাগ বোরো কাটা হয়েছে সিলেট অঞ্চলে। কিন্তু উত্পাদিত ধান ঘরে তোলা না গেলে খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা।

এদিকে করোনা, অকালবন্যা, বজ্রপাতের ভয়ে অনেকেই আগাম ধান কাটতে নেমেছেন। তারা কাচা-পাকা ধান কেটে আনছেন। এলাকার সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কৃষক ও কৃষিশ্রমিকদের উত্সাহ জোগাচ্ছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ারও পাগনার হাওরে ধান কাটা শ্রমিককে উত্সাহিত করতে সাবান, গামছা বিতরণ করেন।

তাদের দেখাদেখি বাংলাদেশে ধান কাটতে উত্তর কোরিয়া থেকে পাড়ি জমিয়েছেন বিশিষ্ট কৃষক কিম জম উন।কিমের দেখাদেখি অন্যান্য নেতারা বাংলাদেশের দিকে আসছে।

শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও ধান কাটার জন্যে বাংলাদেশে আসছেন।


You may also like...