নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে পাশের বাসার ভাবীকে জড়িয়ে ধরলেন এডমিন!

নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে পাশের বাসার ভাবীকে জড়িয়ে ধরলেন এডমিন!

আজ বেঙলি সার্কাজম পেইজের অন্যতম ক্ষেত-নামা এডমিনের জন্মদিন। আজকের এই দিনে তিনি জন্মেছিলেন পৃথিবীতে।তার জন্ম হওয়ার পর পর ই পৃথিবীতে ঘটে যায় নানান ঘটনা।

২৮ ফেব্রুয়ারি কোন এক ভরা ফাল্গুনে তার আগমনের মধ্যে চমক জেগে উঠেছিল পৃথিবীতে। তখন পৃথিবীতে নানান ঘটনাবহ এর মধ্যে জন্ম হয়েছিল একটি শিশুর। কেউ জানতো গতোদিনের এই শিশু আজ হয়ে উঠবে বাঙালি সারকাজমের মতো পেজের এডমিন।

যা যা ঘটেছিল পৃথিবীতে

১০৬৬ – ওয়েস্টমিনিস্টার অ্যাবে চালু হয়।

১৫২২ – ডেনমাকের্র রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ানের বিরুদ্ধে সুইডেনের জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়।

১৫৬৮ – সম্রাট আকবরের কাছে রানা উদয় সিংয়ের আসমর্পণ।

১৭০৮ – নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত।

১৭২৮ – লন্ডনে জর্জ এফ হ্যান্ডেলের অপেরা প্রদর্শনী হয়।

১৮১৩ – তৎকালীন ইউরোপের দুই বড় শক্তি প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক জোট গঠিত হয়।

১৮২০ – চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৮২৭ – আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।

১৮৭৭ – তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।

১৮৮৩ – ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।

১৯১৯ – স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।

১৯২২ – মিশর স্বাধীনতা লাভ করে।

১৯২৪ – মার্কিন বাহিনীর হুন্ডুরাসে অবতরণ।

১৯৪৮ – ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।

১৯৫১ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা।

১৯৭৪ – বাংলাদেশে আদমশুমারীর কাজ সম্পন্ন।

১৯৭৯ – ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রঃ) ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।

১৯৮২ – ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।

১৯৮৪ – স্বৈরশাসনবিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম ও দেলোয়ার শহীদ হন।

১৯৮৮ – ইরাকের আগ্রাসী সাদ্দামের সেনারা ইরানের মুজাহিদদের হাতে বিভিন্ন রণাঙ্গনে উপর্যুপরি পরাজয়ে দিশেহারা হয়ে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় চতুর্থ পর্যায়ে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।

১৯৯১ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।

২০১৩ – দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক আপরাধ ট্রাইবুনাল ।

জন্মদিনে মানুষ নানান কিছু করে এই দিনটিকে স্মরণীয় করে রেখে দিতে চান। কেউ বা প্রিয় বন্ধুকে, প্রিয়তমাকে কাছে পাওয়ার জন্যে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে পৌছাতে চান তার কাছে।

আবার কেউ কেউ আছেন কিছুই করেন না।কিছু না করার মাঝে অনেকেই জন্মদিনের অন্তনিহিত আনন্দ খুঁজে নিয়েছেন। এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়।

এই পেইজের এডমিনের অবশ্য এমন কিছু করেন নি। তিনি ব্যাতিক্রম কিছু করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন কিছু হউক যা কেউ আগে করে নি আগে।

তাই এডমিন এই দিনটিকে স্মরণীয় রাখতে হুট করে পাশের বাসার ভাবীকে জড়িয়ে ধরেন। বাসায় কেউ ছিল না বলে এ যাত্রায় আত্নরক্ষা হয়ে যায় এডমিনের। এদিকে এই ঘটনায় পাশের বাসার ভাবী কিছু না বললেও তিনি এডমিনকে নিজের ফেইসবুক থেকে ব্লক করে দেন। এবং দৃঢ় প্রতিজ্ঞা করেন যে সামনের জন্মদিনে এডমিনকে ছেঁড়া জুতা উপহার দিতে চান।

আপনারা যারা বিশেষ করে (পাশের বাসার ভাবীরা) এই এডমিনকে শুভেচ্ছা জানাতে চান তারা পেইজের ইনবক্সে গিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। না জানলেও ক্ষতি নেই! তিনি নিজেই অগ্রীম শুভেচ্ছা নিয়ে নিবেন।

You may also like...