ডা.সাবরীনার জীবনী নিয়ে তৈরী হচ্ছে বায়োপিক,সিনেমায় খল নায়ক চরিত্রে দেখা যাবে শাহেদকে!

ডা.সাবরীনার জীবনী নিয়ে তৈরী হচ্ছে বায়োপিক,সিনেমায় খল নায়ক চরিত্রে দেখা যাবে শাহেদকে!

 

ডা.সাবরীনার ছিলেন দেশের প্রথম নারী কার্ডিও ভাস্কুলার সার্জন। কর্মরত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিউট এ।

ছাত্রজীবনে তিনি ছিলেন অসম্ভব মেদাবি। যদি তার মেদ কম ছিল।ঢাকার ভিকারুননূন নিসা স্কুল,কলেজ থেকে পাশ করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে পাশ করে বিসিএস দিয়ে যোগদান করেন স্বাস্থ্য তে।

সম্প্রতি করোনার কিট টেস্ট নিয়ে বিস্তর অভিযোগ আসে ডা.সাবরীনার বিরুদ্ধে তারপর থলের বেড়াল বের হয়ে আসে।রীতিমতো বনে যান ড্রাগ মাফিয়া।

তার কুকর্তি, দুর্নীতি,অবাধ যৌনতা, নেশা সবকিছুর গোমর ফাঁস হতে থাকে মিডিয়ায়।

এসব অভিযোগ এনে গত ৯ তারিখ ডা.সাবরীনাকে জেলে পাঠানো হয়। তিনি বর্তমানে পুলিশের হেফাজ

এবার ডা.সাবরীনার জীবনের এসব কালো অধ্যায় নিয়ে তৈরী হচ্ছে সাবরিনার বায়োপিক ‘সাবরীনা দ্যা ফরেন ফ্লাউয়ারস’। বলিউড নির্মাতারা সাবরীনার সিনেমা বানানোর ব্যাপারে উঠে পড়ে লেগেছে বলে জানায় ভারতীয় একটি পত্রিকা। তবে এই গুঞ্জন কতটুকু সত্য তাও সঠিক নয়। বাতাসে উড়িয়ে দেবার মতো ও খবর নয় এটি।

তবে অভিনেতা ও অভিনেত্রী কে হবেন তা এখনো ঠিক হয় নি। সিনেমাটি কে বানাচ্ছেন তাও জানা যায় নি। ধারনা করা হচ্ছে শীঘ্রই ঘোষনা আসতে পারে সবকিছুর।

এ ব্যাপারে সাবরীনার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেন নি।

এদিকে এই সিনেমায় আরেকটি অভিনব চমক হিসাবে থাকছে বোরখা শাহেদ। রিজেন্ট গ্রুপের পরিচালক ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ গতোকাল র‍্যাবের হাতে বোরখা পড়া অবস্থায় গ্রেফতার হয়েছে। চতুর ও ধান্দাবাজ শাহেদ নানা কারনে সম্প্রতি তুমুল আলোচিত হন।

ডা.সাবরীনার পাশাপাশি তাকে এই সিনেমায় খল নায়ক চরিত্রে দেখা যেতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছবির প্রযোজক জানান, ‘অতি দ্রুতই সবকিছু ঘোষনা আসতে পারে’

You may also like...