সিঙ্গেলদের আইডিতে কেয়ার রিয়েক্ট দেওয়া হবে না -মার্ক জাকারবার্গ



সিঙ্গেলদের আইডিতে কেয়ার রিয়েক্ট দেওয়া হবে না -মার্ক জাকারবার্গ

করোনা ভাইরাস বর্তমানে মহামারীতে রূপ নিয়েছে। করোনা ভাইরাস সচেতনতায় ফেসবুক নতুন একটি রিয়েক্ট বের করেছে। রিয়েক্ট এর নাম হলো কেয়ার রিয়েক্ট।

এই কেয়ার রিয়েক্ট অনেকের কাছে আসছে আবার অনেকের আইডি তে আসছে না। এটা নিয়েই অসন্তোষ প্রকাশ পাওয়া গিয়েছে। অনেকে বারবার ডাটা ক্লিয়ার করে আপডেট দেওয়ার পরও ফেসবুক অ্যাপে এই রিয়াক্ট আসেনি।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, যাদের একাউন্টে এই রিয়া টা আসছে না তারা মূলত এই রিয়েক্ট নিয়ে কোন পোস্ট দেখলেই সেখানে হাহা রিঅ্যাক্ট দিচ্ছে।



তবে এই বিষয়ে ক্লিয়ার করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

তিনি জানিয়েছেন সিঙ্গেলদের কেয়ার রিয়েক্ট দেওয়া হবে না। কারণ তাদেরকে কেয়ার করার মতো কেউ নেই।

মার্ক জুকারবার্গ এর এই বক্তব্য শুনার পর বাংলাদেশি অনেক দুষ্টু পোলাপান, কে সিঙ্গেল বা কে মিঙ্গেল সেটা এই কেয়ার রিয়েক্ট দিয়েই খুঁজে বের করছে।



Source and Credit: গুজব নিউজ

You may also like...