“ছুটি শেষ কবে?” বারবার এই প্রশ্ন করায় বড় বোনকে পুলিশে দিল ছোটবোন!

“ছুটি শেষ কবে?” বারবার এই প্রশ্ন করায় বড় বোনকে পুলিশে দিল ছোটবোন। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানীর ঢাকার বুকে একটি শহরে।

‘ছুটি’ দুই অক্ষরের এই শব্দ কত যে মধুর হয়ে উঠে তা যে না পায় সে ছাড়া আর কেউ জানে না। চাতক পাখির মতো অপেক্ষা করে সারাটি বছর ছুটির জন্যে। কখন মিলবে বহুল প্রতীক্ষিত এই ছুটি।দিন আসে দিন যায় কিন্তু প্রেমিকার মতো ছুটির দেখা আর মিলে না।

 

অবশেষে ঈদ কিংবা পূজা পার্বন মেলে এই ছুটি। কিন্তু তা যেন শেষ হয়ে যায় কেমন চোখের ফুসরতেই। এইতো মনে হয়েছে সেদিন না এলাম আজ ই চলে যেতে হবে।

ছুটি আসে কচ্ছেপের গতিতে কিন্তু তা ফুড়িয়ে যায় আলোর গতিতে। জগতের কি অদ্ভুত লীলাখেলা! বাড়ি এসে মনে হয় ইশ আর দু’টো দিন থেকে যেতে পারলে কি হতো?

ফিরেই তো ক্লাস, ল্যাব আর সেমিস্টারের প্যারা। চাকুরীজীবীদের আবার অফিস, বসের ঝাড়ি নানান প্যারা। এই ছুটিটা যদি শান্তিতে না কাটানো যায় তাহলে?

তোর ছুটি শেষ কবে?ছুটি শেষ কবে এমন প্রশ্ন শুনতে কার ভাল্লাগে? এমন ই ঘটনা ঘটেছে। ছোটবোনকে ছুটির কথা জিজ্ঞেস করতে গিয়ে জেলে যেতে হয়েছে।

ছোটবোনের অভিযোগ, বাসা আসলাম তিনদিন হলো না।আপু শুধু ছুটি শেষ কবে? ছুটি শেষ কবে করে কান ঝালাফালা করে দিচ্ছিল তাই পুলিশের কাছে দিয়ে দিয়েছি।

বড়বোন উলটো সব অস্বীকার করে আমাদের জানান, মোটেও না আমার ছোটবোন মিথ্যা বলছে। ও এসেছে সাতদিন হলো। তাই আমি জিজ্ঞেস করলাম একবার। এতেই ক্ষেপে গিয়ে আমাকে পুলিশের হাতে তুলে দিলে। ” বলতে বলতে তিনি প্রায় কেঁদে ফেলেন।

Bengali Sarcasm Desk

এই ডেস্কে কখন কে বসে তার কোন ঠিক ঠিকানা নেই!

You may also like...