এবার থেকে ট্রেনে বসেই সিরিয়াল দেখার ব্যবস্থা করলো রেল!
এবার থেকে ট্রেনে বসেই সিরিয়াল দেখার ব্যবস্থা করলো রেল!
একা একা ট্রেন যাত্রায় অবসাদগ্রস্ত হয়ে পরেন? এবার সেই অবসাদ কাটাতে বিনোদনের অভিনব আয়োজন করলো ভারতীয় রেল।
এবার থেকে ট্রেনেতেই দেখতে পারবেন সিরিয়াল, জনপ্রিয় রিয়ালিটি শো এবং সিনেমা তার জন্য স্টেশনে বিশেষ ওয়াই-ফাই এর ব্যবস্থা করতে চলেছে রেল।
রেলমন্ত্রী পীযূষ গয়াল টুইট করে রেলের এই অভিনব পদক্ষেপের কথা জানান। “যাত্রীদের ভীষণ পছন্দ হবে এই পরিষেবা! খুব শীঘ্রই আপনার ফোনে আপনার প্রিয় সিনেমা, শো এবং গান স্ট্রিমিং করতে পারবেন।” টুইটে লেখেন রেলমন্ত্রী।
রেলের এই নতুন পরিষেবার নাম দেওয়া হচ্ছে রেলটেল। জানা যাচ্ছে স্টেশনে ওয়াই-ফাই প্রদানকারী সংস্থাই এই পরিষেবার দায়িত্বে থাকবে। অনেকটা বিমানের ‘ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের’ পন্থায় বিনোদনের পরিষেবা দেবে রেল।