ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ এবার হাটে গিয়ে গরুর পাছায় থাবড় দিতে না পারায় হতাশায় ভেঙে পড়েছেন খাইরুল

এবার হাটে গিয়ে গরুর পাছায় থাবড় দিতে না পারায় হতাশায় ভেঙে পড়েছেন খাইরুল




প্রতিবছর গরুর হাটে গিয়ে কোরবানীর জন্যে গরু  কিনেন মিরপুরের খাইরুল।নিজের গরজে কোরবানীর হাটে গিয়ে ফ্লাটের অনেকের গরু ও কিনে দেন খাইরুল।গরু কিনতে খাইরুলের বিস্তর আগ্রহ। গরু কেনার কথা বললেই খাইরুল সব কাজ বাদ দিয়ে খাইরুল আলম ছোটেন গরুর হাটে। ঝড়-বৃষ্টি রোদ মাথায় নিয়ে খাঁইরুল নিজের গরুর পাশাপাশি কিনে দেন অন্যের গরু

গরু কিনতে এলাকায় তাই একমাত্র ভরসার একমাত্র পাত্র ঐ খাইরুল।কিন্তু এবার যেন কিছুই হচ্ছে না।

উল্টো  বছরও কোরবানির ঈদের আগে একটু কান পাতলেই রাজধানী ঢাকাসহ সারা দেশে হুররে, হাম্বা আর হাঁকডাকের আওয়াজ কানে আসত। রাস্তাঘাটেও এর প্রভাব পড়ত। কিন্তু এবার করোনার কারণে ভিন্ন পরিবেশ। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে দেশের অনেক জায়গায়ই আয়োজন করা হচ্ছে না পশুর হাটের। তাই বলে তো আর কোরবানি বন্ধ থাকতে পারে না। ফলে গরুর হাট হাজির হয়েছে ভার্চুয়াল দুনিয়ায়। আগেও অনলাইনে গরু বিকিকিনি ছিল, কিন্তু এবারের মতো এতটা নয়। শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি অনেকেই ফেসবুকে পেজ খুলে গরু বিক্রি করছেন।



গাবতলী কিংবা আফতাবনগরে হাটে হাটে ঘুরে বেড়ানোর বদলে ঘরে বসে মাউসের ক্লিকেই পশু বেছে নেওয়ার কথা ভাবছেন তানভীর মেহেদী।  বললেন, ‘হাটে গিয়ে গরু কেনায় অন্য রকম একটা আনন্দ পাওয়া যায়। কিন্তু এবার করোনার কারণে হাটে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছি। পছন্দমতো পেলে অনলাইনেই কিনে ফেলব।’

ব্যস্ততা ও ভোগান্তি এড়াতে নগরজীবনে কোরবানির পশু বেচাকেনার আয়োজনে এবার তুমুল ব্যস্ত ই-কমার্স সাইটগুলো। ঘরে বা অফিসে বসেই গ্রাহকদের পছন্দের গরু বা ছাগল কেনাকাটার সুযোগ দিতে কোরবানির এই ভরমৌসুমে নতুন রূপে সেজেছে ওয়েবসাইটগুলো। অনলাইনে খামারির কাছ থেকে কোরবানির পশু কিনতে এবং ক্রেতার কাছে বিক্রি করতেও বাহারি সব অফার নিয়ে এরই মধ্যে হাজির তারা। পাশাপাশি গরু-খাসি বিক্রির জন্য খোলা হয়েছে নতুন ফেসবুক পেজও। ই-কমার্স সাইটগুলো বিক্রেতাদের কাছ থেকে ২ থেকে ৪ শতাংশ কমিশন নিয়ে থাকে। তবে সরকারি উদ্যোগের পশুর হাট থেকে কোনো কমিশন নেওয়া হচ্ছে না।

এসব পেজ ও ওয়েবসাইটে বিভিন্ন দামের গরু, ছাগল, ভেড়ার ছবি, বিবরণ ও দাম দেওয়ার পাশাপাশি সেগুলো কোথাকার তা-ও উল্লেখ করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ভার্চুয়াল এই পশুর হাটে গরু-ছাগলের ছবিসহ অনেক ক্ষেত্রে ভিডিও দেখারও সুযোগ রয়েছে। জানা যাচ্ছে গরুর আকার, ওজন এবং সম্ভাব্য মাংসের পরিমাণও।

গরুর হাটে যাওয়া যাবে না তাই দেওয়া যাবে না গরুর পাছায় থাবড় এ কারনেই মন খারাপ করেছেন খাইরুল.


You may also like...