উদ্ভাসের ব্যাগ নিয়ে সানরাইজের সংবর্ধনায় উপস্থিত হওয়ায় রশি দিয়ে বেঁধে রাখা হলো এক শিক্ষার্থীকে!

উদ্ভাসের ব্যাগ নিয়ে সানরাইজের সংবর্ধনায় উপস্থিত হওয়ায় রশি দিয়ে বেঁধে রাখা হলো এক শিক্ষার্থীকে!

সানরাইজের সংবর্ধনায় উপস্থিত হয়ে বিরাট বিব্রতকর উপস্থিতে পড়তে হলো এক শিক্ষার্থীকে। তার দোষ কিছু নয়। সে কোন চুরি করে নি। সে কাউকে মারে নি। সে কাউকে গালি দেয় নি। এমনকি কাউকে কটু কথা পরযন্ত বলে নি। তার অপরাধ সে শুধু উদ্ভাসের ব্যাগ নিয়ে সানরাইজের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল।

আর তাতেই ফুসে উঠে অনুষ্ঠান। এমন অমানবিক ঘটনা ঘটেছে এবার এইচ এস সি দিয়ে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া এক শিক্ষার্থীর পক্ষে। জানা যায় সে সানরাইজ ২০১৯ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিল। কিন্তু কাঁধে উদ্ভাসের ব্যাগ দেখে সানরাইজ কতৃপক্ষ বিরাট হই চই শুরু করে দেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

তারপর সানরাইজ কর্তৃপক্ষ ছাত্রটিকে চেয়ারের সাথে বেধে রাখেন। ঘটনাটি পরে জানাজানি হলে আন্তরিক দু:খ প্রকাশ করেন সানরাইজ কতৃপক্ষ। ছেলেটিকে আরো দুই প্যাকেট বিরিয়ানি দিয়ে বিষয়টি মিমাংসা করার একটা চেষ্টা ও করেন তারা।

You may also like...