দোকানে ঢুকে নারীর হাঁচি, ভয়ে ২৬ লাখ টাকার পণ্য ফেলে দিল মালিক

হাঁচির ফাইল ছবি

ভয়াবহ মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে এক হাজার ৩০৬ জনের মৃত্যুসহ ৮৫ হাজার ৭৭২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

 

এ আতঙ্কের মধ্যে ঘটল ভয়ানক কাণ্ড। এক নারী দোকানে ঢুকে হাঁচি দিয়েছেন। ওই দোকানের মালিক হাঁচিতে করোনাভাইরাস থাকার ভয় পান। এতে ২৬ লাখ টাকার পণ্য দোকান থেকে ফেলে দেন তিনি।

এদিকে, হাঁচি দেয়া নারীকে পুলিশে সোপর্দ করেছেন দোকান মালিক। ওই নারীর মাঝে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ রয়েছে বলে দাবি তার। ওই নারী দোকানের যেসব অংশে হেঁটেছিলেন সেই সব অংশে থাকা পণ্য ফেলে দেন। যার মূল্য ২৬ লাখ টাকা।

অন্যদিকে, করোনাভাইরাসের লাগাম ধরতে অনবরত গবেষণা চালিয়ে যাচ্ছেন মার্কিন গবেষকরা। প্রাণঘাতী ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কার করা যায়নি। ফলে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে।

বিশ্বের ২০০টির বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ২৫ হাজার ২২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। সংক্রমিত হয়েছেন পাঁচ লাখ ৫৫ হাজার ৮৭৭ জন।

 

You may also like...