ঢাকায় করোনা শনাক্ত ৩৫ জনের ৩২ জনেই মঙ্গল শোভাযাত্রায় গিয়েছিলেন!

ঢাকায় করোনা শনাক্ত ৩৫ জনের ৩২ জনেই মঙ্গলশোভা যাত্রায় গিয়েছিলেন!

 

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৫ জনের। নতুন করে সনাক্ত এই ৩৫ জনের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের অনেকেই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি স্বস্তি ও সন্তোষজনক। এরই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন যে ৩৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন, এদের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের। এর মধ্যে আবার ঢাকা মহানগর ও ঢাকা জেলায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছেন ২৯ জন। এছাড়া গাজীপুরে একজন ও টাঙ্গাইলে জেলায় দুইজন শনাক্ত হয়েছেন।

এদিকে ময়মনসিংহ জেলায় একজন ও কক্সবাজার জেলায় দুইজন শনাক্ত হয়েছেন। তবে দেশের ৬১ জেলায় গেল ২৪ ঘণ্টায় কেউই শনাক্ত হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

You may also like...