ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ টিভির ব্রাইটনেস বাড়িয়েও দেখা যাচ্ছে না শ্রীলংকা ওয়েস্ট-ইন্ডিজের খেলোয়াড়দের!

টিভির ব্রাইটনেস বাড়িয়েও দেখা যাচ্ছে না শ্রীলংকা ওয়েস্ট-ইন্ডিজের খেলোয়াড়দের!



Sri Lanka’s captain Mahela Jayawardene, right, plays a shot during the ICC Twenty20 Cricket World Cup Super Eight match against West Indies’ in Pallekele, Sri Lanka, Saturday, Sept. 29, 2012. (AP Photo/Aijaz Rahi)



২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতেই খুব বিপদে পড়ে গেছেন সাধারণ দর্শকেরা। বিপদ যেন হু হু করে বাড়ছে ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলংকা ম্যাচের দিন।

টিভির ব্রাইটনেস বাড়িয়ে তাদের খেলা দেখা যাচ্ছে না। এতে বেশ ঝামেলায় পড়ে গেছেন ক্রিকেট পাগল দর্শকেরা।

কেন এরকম হচ্ছে? এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।এরকম ঝামেলা হচ্ছে শুধু শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের ক্ষেত্রেই যে হচ্ছে এটি প্রায় নিশ্চিত।

মাঠে অপজিট পার্টিকে দেখা যাচ্ছে খুব সুন্দরমতোই। এমনকি তারা যখন ফিল্ডিং নামছে তখন তাদের স্পষ্ট দেখা যাচ্ছে। আর শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের দেখাই যাচ্ছে না।শুধু মনে হচ্ছে একটা ছায়া দাঁড়িয়ে ব্যাট করছে।

ফিল্ডিং এর সময় মনে হচ্ছে মাঠ খালি।পুরো ক্রিকেট মাঠ যেন মরুভূমির মতো খাঁ খাঁ করছে। কোথায় থেকে যেন বলে ছুড়ে দিচ্ছে কেউ। আর ব্যাটসম্যান ব্যাট চালাচ্ছে। দর্শককে অনেকটা দ্বিধা দন্ধেই খেলা দেখতে হচ্ছে। যেন আসলেই কোথাও কেউ নেই!



ঢাকার উত্তরার বাসিন্দা ক্রিকেট পাগল রাফি প্রথম এটি আবিষ্কার করে দেশজুড়ে হুলস্থূল এক কান্ড ঘটিয়ে ফেলেছে।সে প্রথমে টেলিভিশনের সমস্যা ভেবে বাসা থেকে টেলিভিশন মেরামতের জন্যে নিয়ে আসে দোকানে। কিন্তু দোকানে এসে দেখে তার মতো অনেকেই এরকম টিভি নিয়ে এসেছে। তাদের ও একি অভিযোগ তাদের টিভির ব্রাইটনেস বাড়িয়ে দেখা যাচ্ছে শ্রীলংকান আর ওয়েস্ট ইন্ডিজদের প্লেয়ারদের।

রাফি এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে আমতা আমতা করে বলে, শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে এই সমস্যা হয়।আমি তো প্রথমে ভাবসিলাম চ্যানেলে সমস্যা।রিমুট টিপে জিটিভি থেকে পি টিভি তে দিয়েছি। উহু কাজ হয় নি। পরে ক্যাবল চেইঞ্জ করলাম। তারপরেও কাজ হয় নি।এখন বাধ্য হয়ে টিভি ঠিক করতে নিয়ে আসলাম। নিয়ে এসে শুনি আরেক ঘটনা।বুঝেন অবস্থা!

কি ঘটনা? এমন প্রশ্ন করা হলে তিনি দাঁত কটমট করে কিছুক্ষণ বসের(বেঙ্গলি সার্কজম)’র রিপোর্ট দিকে তাকিয়ে থেকে বলেন, ‘বুঝেন না কিছু! সব মুখে বইলা দিতে হবে আপনারে? ওরা অতিরিক্ত লেভেলের কাইল্ল্যা। তাই ওগোরে আমরা টিভিতে দেখতে পারছি না।

টিভিতে অন্য টিমের প্লেয়ারদের ঠিকই দেখতে পারছি। ইংল্যান্ড অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকান খেলোয়াড়দের দেখা যাচ্ছে স্পষ্টই। স্পষ্ট দেখার কারন তারা সুন্দর। তাদের স্কিন ওহাইট।’

বসের রিপোর্টার এই সমস্যা নিয়ে আর বসে থাকেন নি। তিনি শ্রীলংকান আর উন্ডিজ প্লেয়ারদের প্রশ্ন করতে উড়াল দেন ইংল্যান্ডে।২০১৯ বিশ্বকাপের আসর তো ইংল্যান্ড বসেছে। তাদের ধরতে হলে যেতে হবে ইংরেজদের মুল্লুকে।

তাদের দেহের রঙ অতিরিক্ত কালো।আর এই কারনে টিভিতে তাদের দেখা যাচ্ছে না।এ নিয়ে প্রশ্ন করলে শ্রীলংকান আর উন্ডিজ প্লেয়ারদের স্রেফ জবাব

“ আরে ভাই এটি স্রেফ গুজব!আমরা আসলে কালো নয়। আমরা জন্মগতো ভাবে চকোলেট কালারের। টিভিতে তো চকোলেট কালার সাপোর্ট করে না। তাই আর কি দেখা যাচ্ছে না আমাদের!”



You may also like...