একই সঙ্গে দুজনের সাথে প্রেম করা খারাপ নয় বলছেন মনোবিদরা!
একাধিক নারী কিংবা পুরষাঙ্গকে আমরা অনেকেই চারিত্রিক ক্রটি বলে ধরে থাকি। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন একথা ভুল। একের অধিক মানুষকে ভালোবাসাকে তারা চারিত্রিক ক্রটি হিসেবে না দেখে মানুষের খুব স্বাভাবিক লক্ষণ হিসেবেই দেখছেন।
মনোবিজ্ঞানীদের মতে একসঙ্গে দুজনকে ভালোবাসতে কোনো ক্ষতি নেই। এক্ষেত্রে প্রিয় খাবারের সাথে ভালোবাসাকে তুলনা করেছেন তারা। তাদের উদাহরণ অনুযায়ী
চকোলেট এবং স্ট্রবেরি দুটোই খেতে আলাদা, কিন্তু স্বাদে অপূর্ব। তাহলে যে চকোলেট ভালোবাসে সেকি স্ট্রবেরি খাবে না?
প্রেম ও আকর্ষণ আসলে কি? তার ব্যাখ্যা দিতে গিয়ে মনোবিজ্ঞানীরা বলেন, আকর্ষণ অত্যন্ত জৈবিক একটি অভিজ্ঞতা।
অধ্যাপক দূর্বাসলার মতে, আপনি প্রতিষ্ঠিত কোনো সম্পর্কের ভেতরে থাকতে পারেন, এবং কর্মক্ষেত্রে গিয়ে এমন একজনের দেখা পেতে পারেন যাকে দেখলে আপনাকে পাগল করে দেয়। অথবা হঠাৎ দেখা সাক্ষাত হয় এমন দুজন মানুষকে একসঙ্গে আপনার কাছে আবেদন তৈরি করতে পারে।’
তারা আরও ব্যাখ্যার সাথে বলেছেন যে প্রত্যেকটি মানুষ পৃথক বৈশিষ্ট্যের হয়। তাই একটি মানুষের মধ্যেই যে কেউ সব বৈশিষ্ট্য খুঁজবে এমনটা নয়। পৃথক মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্যও কারোর মন জয় করতে পারে।