আর্টসেলের ভোকাল হিসেবে জয়েন করে তাদের নতুন এলবাম রিলিজে সাহায্য করতে চাইঃ হিরো আলম
একবিংশ শতকে মানুষ চাঁদে চলে গেল।আবার মঙ্গলে জায়গা কিনে নিলো অতি আগ্রহী কেউ কেউ।পৃথিবীতে ঘটে গেল তাবত সব শিল্প বিপ্লব। এত শিল্প বিপ্লবের পর আর্টসেলের নতুন এলবাম কবে আসবে এটা কেউ জানতে পারলো না।
এদিকে বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু নির্মান হয়ে গেল অথচ খালি হলো না আর্টসেলের নতুন এলবাম। রিলিজ পেলে না কোন গান। আর্টসেল ফ্যানদের তাই একটাই প্রশ্ন কবে আসবে আর্টেসেলের নতুন এলবাম। অদৌ কি আসবে আর্টসেলের নতুন এলবাম! নাকি রিপ লিখে বসে থাকতে হবে?
আর্টসেলের এলবাম নিয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন হালের ক্রেজ নায়ক এবং গায়ক হিরো আলম। বাংলা গানের ভবিষ্যৎ নিয়ে হিরো আলমের কাছে সাক্ষাৎকার আনতে গেলে তিনি জানান বাংলা ব্যান্ডদের অবস্থা খুব করুন। এছাড়া বেঙ্গলি সার্কাজমকে তিনি একটি কাল্পনিক সাক্ষাৎকার প্রদান করেন
বেঙ্গলি সার্কাজম: বাংলা গানের ভবিষ্যৎ এখন কোন দিকে?
হিরো আলম :হামাক আপনি জিজ্ঞাস করুচ্চুইন। হামি তো আপ্নাক জিজ্ঞাস করবার চাই। হামাকে আপনি উত্তর দিবার পারবাই?
হিরো আলমের পালটা প্রশ্ন সংবাদ দাতা আকাশের দিকে করুন চোখে তাকিয়ে থাকেন। তারপর চাকুরী বাঁচানোর তাগিদে আবার প্রশ্ন করেন।
বেঙ্গলি সার্কাজম: বাংলাদেশের ব্যান্ডদের নিয়ে কিছু বলুন?
হিরো আলম: বাঙলা ব্যান্ড নিয়ে হামার নতুন করে বলার কিছু নেই। ব্যান্ড সংগীত এখন আর কেউ শোনে না। আগে ম্যালা চলতো।এখন সবাই সিঙ্গেল সিঙ্গারের গান শোনে। এই যেমন আমি, নুবেল বাই, মাহফুজুর রহমান স্যারের গান মার্কেট খাচ্ছে।
বেঙ্গলি সার্কাজম: বাংলা ব্যান্ড নিয়ে যখন প্রশ্ন করছি তখন আপনাকে আরেকটা প্রশ্ন করি।আপনার কি মনে হয় আর্টসেল কেন নতুন এলবাম দিতে পারছে না?
হিরো আলম: হামি আরেকজনের কতা তো বলতে পারবক লাই।হামি আমার কতা কইতে পারি।হামার মনে হয় তাদের গায়ক(ভোকাল) এর অভাব। হামাকে সুযোগ দেয়া হলে হামি দর্শক শ্রোতাদের নতুন এলবাম দিতে চেষ্টা করবো
বেঙ্গলি সার্কাজমের সংবাদদাতা হিরো আলমের এই কথা শুনে মাইক্রোফোন এবং ক্যামেরা ফেলে দৌড়ে স্থান করে চলে আসেন।
পেছন থেকে হিরো আলম তাকে ডেকে বলেছিলেন
একটা কতা শুনবে…
ক্যামেরা মাইক্রোফোন সব রেখে পালিয়ে চলে আসায় সংবাদদাতার চাকুরী চলে যায়। ভিডিও ধারন করা সম্ভব হয় নি
সংবাদদাতা তাই মাইর থেকে বাচতে নিজের ইচ্ছামতো ইন্টারভু টি লিখে প্রকাশ করেন। তবে কাল্পনিক।দৃশ্য বিবেচনা নিজের দায়িত্ব এ মজা নিন।
[সর্তকীকরন: উপরের সংবাদটি হুদাই, বানোয়াট, উদ্ভট এবং আজাইরা। এসব বিশ্বাস তো দূরে থাক অবিশ্বাস ও করার প্রশ্ন ই আসে না!]