বাবার ফোনে গেম খেলতে গিয়ে বাবার পরকীয়ার এসএমএস ফাঁস করে দিল ১৫ বছরের কিশোর!




বাবার ফোনে গেম খেলতে গিয়ে বাবার পরকীয়ার এসএমএস ফাঁস করে দিল ১৫ বছরের কিশোর

বাবার ফোনে গেম খেলতে খেলতে বাবার পরকীয়া সম্পর্ক ফাঁস করে দিল ছেলে। বেঙ্গালুুরুর ঘটনা। গেম খেলার জন্যই বাবার কাছ থেকে ফোন চেয়েছিল ১৫ বছরের কিশোর।

কিন্তু ছেলে যে অতলে ঢুকে এমন কর্মকান্ড ফাঁস করে দেবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।

খেলতে খেলতেই বাবার সোশ্যাল মিডিয়া আকাউন্টে ঢুকে পরে তার ছেলে। আর সেখানেই দেখতে পায় কিছু টেক্সট ও ভয়েস এসএমএস, যেখানে বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কের ছাপ স্পষ্ট।






সেকথা কিশোর, মাকে জানাতেই মা জিজ্ঞাসাবাদ চালায়। কিন্তু স্পষ্টভাবে উত্তর দেওয়া তো দূরের কথা বরং এমন ব্যাপার ফাঁস হয়ে গেছে জেনে স্ত্রীকে মারধর করেন ৪৩ বছর বয়সী নাগারাজু এম।

Bengali Sarcasm Desk

এই ডেস্কে কখন কে বসে তার কোন ঠিক ঠিকানা নেই!

You may also like...