নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রী ও প্রেমিকের বিয়ে দেওয়ালেন স্বামী!

নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রী ও প্রেমিকের বিয়ে দেওয়ালেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতরাজ্যে।

ভালোবাসার মানুষকে আঁটকে রাখতে নেই, সে যা চায় সেটা তার হাতে তুলে দেওয়াতেই ভালোবাসার সার্থকতা। তবে ভালোবাসার মানুষ যদি পরপুরুষ দাবি করে বসে? সম্ভব কি একজন স্বামীর পক্ষে নিজের স্ত্রীর হাতে পরপুরুষ তুলে দিতে।

 

এতদিন সিনেমায় তা সম্ভব হলেও, এবার বাস্তবে সেটাকে সম্ভব করে দেখালেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার বাসিন্দা প্রান্তিক মহন্ত।

পেশায় টোটোচালক প্রান্তিক মহন্ত নিজের স্ত্রী সমাপ্তিকে স্বেচ্ছায় তুলে দিলেন তার প্রেমিকের হাতে। শুধু তাই নয় সিঁদুরদানের দ্বারা বিয়েও দিলেন সমাপ্তি এবং তার প্রেমিক পুলিসকর্মী গৌতম সরকারের।

প্রসঙ্গত, প্রান্তিক মহন্তের সাথে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই ফেসবুকে পুলিসকর্মী গৌতম সরকারের সাথে আলাপ হয় সমাপ্তির। প্রান্তিক বাবুর অনুপস্থিতিতে লুকিয়ে লুকিয়ে সমাপ্তির সাথে দেখাও করতেন পুলিসকর্মী গৌতম সরকার।

বৃহস্পতিবার দুপুরে বাড়ি ছিলেন না প্রান্তিকবাবু। সেই সময়ে প্রেমিকার সঙ্গে তাঁর বাড়িতেই দেখা করতে আসেন গৌতমবাবু। পড়শিরা গোলমাল আন্দাজ করে বাইরে থেকে দরজায় তালা মেরে দেন। খবর পেয়ে তড়িঘড়ি হাজির হন প্রান্তিক মহন্ত।

পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন তিনি। কোনোরকম হুলস্থূল কান্ড না বাঁধিয়ে স্ত্রী সমাপ্তির সঙ্গে আলোচনায় বসেন। সেখানেই মনস্থির করেন যে স্ত্রীকে গৌতমবাবুর হাতে তুলে দেবেন। তার এমন সিদ্ধান্তে রাজে হন সমাপ্তি দেবী। রাজি হন গৌতম বাবুও। প্রতিবেশীরাও এই বিয়েতে অমত প্রকাশ করেননি।

এর পর পুলিসের গাড়িতে বসেই বিয়ে হয় সমাপ্তি ও গৌতমের। গাড়িতেই হল সিঁদুরদান। নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রী ও তার প্রেমিকের বিয়ে দিলেন প্রান্তিক মহন্ত। সমাপ্তিকে গৌতমবাবুর হাতে তুলে দিয়ে নিজের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটান প্রান্তিক বাবু।

Bengali Sarcasm Desk

এই ডেস্কে কখন কে বসে তার কোন ঠিক ঠিকানা নেই!

You may also like...