বাংলাদেশে শেষ হয়ে যাচ্ছে বিবাহ উপযুক্ত পাত্র, সবচেয়ে কম নোয়াখালীতে।

গুজব রিপোর্টঃ







বাংলাদেশে শেষ হয়ে যাচ্ছে বিবাহ উপযুক্ত পাত্র। দেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা গেছে অভিবাবকরা তাদের বিবাহ উপযুক্ত মেয়েদের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না । পাত্র সুন্দর হলেও সারাদিন পাবজি খেলে বিদায় কেউ ভার্চুয়াল সন্ত্রাসীদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন না । আবার পাত্র প্রতিষ্টিত হলেও দেখতে কালা মানিকের মত যার কারণে পাত্রীরাও তাদের পছন্দ করছে না ।

এদিকে নোয়াখালী প্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে নোয়াখালীতে এই সমস্যা প্রকট আঁকার ধারণ করেছে ।দেশের অন্য জেলাতে বিবাহ উপযুক্ত পাত্র না পাওয়ায় সবাই তাদের মেয়েদের নোয়াখালীর ছেলেদের সাথে বিবাহ দিচ্ছে যার কারণে নোয়াখালীতে বিবাহ উপযুক্ত পাত্রের অভাব বেশি দেখা দিয়েছে । অনেকে এখন থেকেই জন্ম হওয়ার পূর্বে অগ্রিম বুকিং দিয়ে রাখছে ।



বিশিষ্টজনরা বলছেন এখনই যদি কার্যকর কোন ব্যবস্থা নেয়া না হয় তাহলে মহা-বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা ।তারা বলছেন পাত্রীর অভিবাবকরা সব সময় বিসিএস/সরকারী চাকরী ছাড়া বিয়ে দিতে চান না ।তারা যদি এইসব কিছু সেক্রিফাইস করে মেয়ের সুখের কথা চিন্তা করে পাত্রীর পছন্দের পাত্রের সাথে যদি বিয়ে না দেই তাহলে নিকট ভবিষ্যৎ এ বড় রকমের বিপর্যয় ঘটে যেতে পারে ।

Bengali Sarcasm Desk

এই ডেস্কে কখন কে বসে তার কোন ঠিক ঠিকানা নেই!

You may also like...