মেয়রের বানানো দুধ চায়ে চিনি না পেয়ে মন খারাপ হয়ে গেল এক কর্মীর!

মেয়রের বানানো দুধ চায়ে চিনি না পেয়ে মন খারাপ হয়ে গেল এক কর্মীর!

চা বানিয়ে খাওয়ালেন আতিকুল- বাংলা ট্রিবিউন

দুধ ও চায়ের লিকার মেশানোর সময় আতিকুল ইসলাম ‘এই চা চা চা হবে, চা চা চা খাবেন…’ বলতে থাকেন। উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের প্রচারের সময় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম নিজ হাতে চা বানিয়ে খাইয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও, রামপুরা, বাড্ডা এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন আতিকুল। এ সময় হঠাৎ একটি চায়ের দোকানে তাকে চা বানাতে বসে পড়তে দেখা যায়।

মেয়র প্রার্থী আতিকুলের চা বানানো দেখতে ভীড় জমান তারা সমর্থক ও স্থানীয়রা। চা পান করে সবাই তার প্রশংসাও করে।

দুধ ও চায়ের লিকার মেশানোর সময় আতিকুল ইসলাম “এই চা চা চা হবে, চা চা চা খাবেন…” বলতে থাকেন। এক পর্যায়ে চা কেমন হয়েছে কর্মীদের কাছে জানতে চাইলে তারা বলেন,  ” চা বিরাট মজা হয়েছে।”

(বাংলা ট্রিবিউন)

কেউ কেউ আবার কিছু বললেন না।কারো জন্যে এই চা ই যেন কাল হয়ে হয়ে দাঁড়ালো।এমন একজন পাওয়া জীবনেও চিনি ছাড়া চা খান নি। আজ চিনি ছাড়া চা দেখে তিনি মন খারাপ করে চা খেলেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ভাই মনটা বিরাট খারাপ বুঝলেন। এতো বড় হলাম অথচ জীবনেও চিনি ছাড়া চা খেলাম না।কিন্তু আজ এক বুক ব্যাথা নিয়ে চা টা খেলাম। ভাই দিয়েছে কি আর করার। চা তো খেতেই হবে। ’

তবুও এতো হতাশার মধ্যে তিনি আমাদের আশার বাণী শুনাতে ভুললেন না। তিনি বললেন, আশা রাখছি ভাই এবার ইলেকশন জিতলে চিনি দিয়ে চা খাবো ইনশাআল্লাহ ”

You may also like...