ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ খালেদা জিয়াকে মুক্তি দিলেই বাংলাদেশ থেকে করোনা পালাবে স্বপ্নে দেখছেন রিজভী

খালেদা জিয়াকে মুক্তি দিলেই বাংলাদেশ থেকে করোনা পালাবে স্বপ্নে দেখছেন রিজভী




বাংলাদেশকে করোনা থেকে বাঁচাতে হলে তারেক জিয়াকে এ দেশে আসার অনুমতি দিতে হবে এবং খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে- রিজভী

আজীবনে হোম কোয়ারেন্টাইন থাকা হোম কোয়ারেন্টাইনের জনক খ্যাত রুহুল কবির রিজভী জানিয়েছেন বাংলাদেশকে করোনা থেকে বাচাতে হলে তারেক জিয়াকে এদেশে আসতে দিতে হবে।

তিনি এক সংবাদ সম্মেলনে

‘বাংলাদেশকে করোনা থেকে বাঁচাতে হলে তারেক জিয়াকে এ দেশে আসার অনুমতি দিতে হবে’ মোটে এরকম কথা বলেন নি বিএনপিএ র এই প্রবীণ নেতা।

তবে বাজারে গুজব রটে গেছে তিনিই এ কথা বলেছেন।রিজভী দাবি করেন বাপের জন্মেও এরকম কথা বলেন নি তিনি।

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানিয়েছেন তারেক জিয়া দেশে এলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। তার কাছে আছে করোনা ভাইরাস প্রতিরোধকারী ওষুধ।

লন্ডনের এক দল গবেষকদের সাথে অক্লান্ত পরিশ্রম করে তারেক জিয়া বাংলাদেশীদের জন্যে এই ওষুধ তৈরী করেছেন বলে দাবী করেছেন তিনি।



করোনা ভাইরাস নিয়ে আরো সংবাদ

পৃথিবী ধ্বংস হওয়ার রব মাঝে মাঝেই শোনা যায়। গত ২০ বছরে সব থেকে আলোচিত দুইটা সংবাদ ছিল ২০০০ এবং ২০১২ সালের পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎ বাণী। কিছু কিছু লোক তা নিয়ে মাতামাতি করলেও তার প্রভাব ছিল নগণ্য। তবে পৃথিবীর ধ্বংস নিয়ে হলিউড যতগুলো সিনেমা তৈরি করেছে তা এ সংক্রান্ত ঝুঁকির ঘটনা থেকে অনেক বেশি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক বারই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা এসেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হলেও পৃথিবীকে আতঙ্কিত করার মতো ঘটনা কম ছিল না। দেশে দেশে যুদ্ধ, চেরনোবিল দুর্ঘটনা, সোভিয়েত বনাম যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধ, অসংখ্য ঘূর্ণিঝড়, বন্যা, সুনামির মতো ঘটনা উল্লেখযোগ্য।

২০০১ সালে টুইন টাওয়ার হামলার পরে বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক, ধর্মীয়, পররাষ্ট্র এবং সামাজিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন চলেছে। সঙ্গে আরব বসন্ত ছিল। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে বড় বিপর্যয় হয়েছে। এ ঘটনাগুলোর কোনোটাই সারা বিশ্বকে এক যোগে সম্পৃক্ত করে নি। ঘটনাগুলো ছিল বিচ্ছিন্ন। কোনো একটা দেশে বা কোনো একটা অঞ্চলেই শুধু আক্রান্ত করেছে। বিগত বছরগুলোতে সারা বিশ্বকে সম্পৃক্ত করার মতো সম্ভবত একটাই ঘটনা ছিল সেটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। কিন্তু যারা এর জন্য দায়ী তারা এটা অস্বীকার করে এসেছে। আর যারা ক্ষতিগ্রস্ত তারা বুঝতেই পারেনি। কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব সঙ্গে সঙ্গে বোঝা কঠিন।

তবে বর্তমান সময়ে সারা বিশ্বকে এক যোগে আতঙ্কিত করতে পেরেছে একমাত্র করোনা ভাইরাস এবং এর দ্বারা সংঘটিত কোভিড-১৯ রোগ। ধনী থেকে দরিদ্র সকলেই এ রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে অতি সাধারণ মানুষ কেউই করোনা ভাইরাসের থেকে নিরাপদ নয়।

[বিশেষ দ্রষ্টব্য : বেঙ্গলি সারকাজমে প্রকাশিত কোন খবর/তথ্য এর দায়-দায়িত্ব লেখক,এডমিন,প্রকাশক, পাঠক কেউ গ্রহণ করবে না। এসব খবর বিশ্বাস তো দূরে থাক অবিশ্বাস করার ও প্রশ্ন উঠে না]


You may also like...