ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ দেশের দু:সময়ে একাই সব ভোট দিয়ে ভোটার অফ দ্যা আর্থ পদকে ভূষিত হলেন দেশপ্রেমিক অনিক!

দেশের দু:সময়ে একাই সব ভোট দিয়ে ভোটার অফ দ্যা আর্থ পদকে ভূষিত হলেন দেশপ্রেমিক অনিক!




দেশের দু:সময়ে একাই সব ভোট দিয়ে ভোটার অফ দ্যা আর্থ পদকে ভূষিত হলেন দেশপ্রেমিক অনিক।

বাংলাদেশের তিনটি সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে করোনাভাইরাস উদ্বেগের মধ্যে আয়োজিত নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম।

শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। তবে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, তিনটি আসনেই সকাল ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতির হার অনেক কম। বহুক্ষণ পরপর একজন ভোটারকে আসতে দেখা যাচ্ছে।



ঢাকার একটি অনলাইন সংবাদমাধ্যমে সাংবাদিক রাফসান জানি লেকসার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বলছিলেন, ” হাতেগোনা কয়েকজন ভোটার কেন্দ্রে আসছেন। বরং এখানে ভোটারদের চেয়ে সংবাদকর্মী এবং নিরাপত্তা কর্মীদের উপস্থিতিই বেশি। সকাল ১১টা পর্যন্ত বিশ জন ভোটারও আসেনি।”

বাগেরহাটের সাংবাদিক তরফদার রবিউল ইসলাম বলছেন, ”প্রার্থীদের বাড়ির কাছের কেন্দ্রগুলোয় কিছু ভোটার আছে। কিন্তু অন্যান্য কেন্দ্রগুলোয় তেমন একটা ভোটার দেখতে পাইনি।”

”আমি একটি কেন্দ্রে আধঘণ্টায় মাত্র ১৫জন ভোটার দেখতে পেয়েছি। ভোটার উপস্থিতি অনেক কম।”

গাইবান্ধার সাংবাদিক শাহাবুল শাহিন বলছেন, ” দুপুর ১২টা পর্যন্ত আট থেকে দশ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছি। কেন্দ্রুগুলোয় ১৫ থেকে ২০জন ভোটার দেখতে পেয়েছি।”

এদিকে এতো কিছুর পরেও ভোট দিতে ছুটে এসেছেন দেশপ্রেমিক অনিক। সবার ভোট নিজের কাদে তুলে নিয়েছেন এই ভোটার। একাই সব ভোট মেরে ভোটার অফ দ্যা আরথ পদকে ভূষিত হলেন তিনি


You may also like...