হাঁচি দেয়ার ভয় দেখিয়ে রাজধানী থেকে সর্বস্ব লুটে নিল ছিনতাইকারীরা

হাঁচি দেখার ভয় দেখিয়ে রাজধানী থেকে সর্বস্ব লুটে নিল ছিনতাইকারীরা

রাজধানী ঢাকায় ভয়ংকর হয়ে উঠেছে ছিনতাই চক্র। গামছা পার্টি, সালাম পার্টি, টানা পার্টিসহ নানা বাহারি নামে সক্রিয় এসব অপরাধী। এবার নতুন এসেছে হাঁচি পার্টি।

এরা নানা কৌশলে লুটে নেয় সর্বস্ব। বেশি শিকার হন রিকশা ও অটোরিকশার যাত্রী। প্রতিবাদ করলেই এদের হাতে খোয়াতে হয় প্রাণ।

দিনে তৎপর থাকে হাচি পার্টি। আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাডার সঙ্গে সঙ্গে বেড়েছে হাচি পার্টির তৎপরতা। এদিকে ৩ দিনে নগরীতে র‌্যাব-পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অর্ধশতাধিক ছিনতাইকারী।

মুগদায় ৫ই জুন হাচি পারটির কবলে পড়ে সব খুইয়েছেন সিলেটের গৃহবধূ তারিনা বেগম লিপি। স্বামী-সন্তান নিয়ে ঢাকায় আত্মীয়ের বাসায় বেড়ানো শেষে ফেরার পথে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সামনে পৌঁছাতেই প্রাইভেট কারে আসা হাচি পার্টি জরিনার সামনে এসে বলে ‘ আমরা করোনা ভাইরাসের রোগী। যা কিছু আছে দিয়া দে নাহলে হাচি দিবো’ বলে ভয় দেখায়।

আর এতেই তারা ভয় পেয়ে সব দিয়ে দেন। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত অপরাধীদের আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।

নিজেকে করোনার রোগী দাবী করে মামুন নামক এক ব্যাক্তিকে ভয় দেখিয়ে রাস্তায় এসে ফোন ছিনতাই করে নেন। ফোন দিতে না চাইলে কোলাকুলি ও থুথু চিটানোর ভয় দেখায় ওই ছিনতাইকারী। পরে ওই ভুক্তভোগী ভয়ে নিজের ফোন রেখেই পালিয়ে আসেন।

You may also like...