HSC পরীক্ষা পেছানোর কারনে পড়াশোনার উৎসাহ হারিয়ে বই কেজি ধরে বিক্রি করে দিল বরিশালের মারুফ
HSC পরীক্ষায় পেছানোর কারনে পড়াশোনার উৎসাহ হারিয়ে বই কেজি ধরে বিক্রি করে দিল বরিশালের মারুফ।
Losing the motivation to study for the HSC Exam, the book was sold in KG for Barisal!
করোনার কারণে এইচ এস সি পরীক্ষা স্থগিত।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এপ্রিলের প্রথম দিকে পরীক্ষাটির পরবর্তী তারিখ জানানো হবে।
রবিবার বিকেল সোয়া ৩টার দিকে, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ১লা এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল। এর আগে আগামী ২৮ মার্চ পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছিল শিক্ষাবোর্ডগুলো।
করোনাভাইরাসের কারণে গত ১৬ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ১৮ থেকে ৩১ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।
সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৃহস্পতিবার সভা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ওই সভায় এবারের এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। পরিপ্রক্ষিতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা এল।- ডিবিসি নিউজ
এদিকে এই ঘোষনার পর পরই বরিশালের এইচ এস সি পরীক্ষার্থী বরিশালের মারুফ পড়াশোনার উৎসাহ হারিয়ে ফেলেছে। সে ফেইসবুকে পোস্ট দিয়ে জানায়
বন্ধুরা আমার আর লিখাপড়ার করার ইচ্ছা নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর পড়ালিখা করবো না। এইজন্যে আমি আমার সকল বই কেজি ধরে বেঁচে দিচ্ছি।বিদায় বন্দুরা।
কিন্তু বই বেঁচে দেওয়ার খবর তার মা জানতে পারলেন আরো অনেক সময় পড়ে। এই খবর জানামাত্র ই মারুফের আম্মু তার উপর ঝাড়ু নিয়ে হামলে পড়ে। ইচ্ছা মতো ঝাড়ু পিটা করে মারুফের আম্মু।
গোপনসূত্রে জানা যায়, মারুফ তার আম্মুর মাইর খেয়ে এখন তার বই খোজার জন্যে বাসা থেকে বের হয়েছে।এখনো ফিরে আসে নি।