নিন্দুকদের মুখে ঝামা ঘষে চিনা অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট খুললেন নরেন্দ্র মোদী!
নিন্দুকদের মুখে ঝামা ঘষে চিনা অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট খুললেন নরেন্দ্র মোদী!
করোনা ভাইরাস চিন ছড়িয়েছে এই প্রচার সমানে চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি চিন এই ভাইরাস অস্ত্র হিসেবে তৈরী করেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খোদ মার্কিন গবেষকরা জানিয়েছেন এই ভাইরাস কৃত্তিম নয় প্রাকৃতিক। কিন্তু কে শোনে কার কথা!
চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে হু এই অভিযোগে ফান্ডিং বন্ধ করেছে আমেরিকা। ভারতের ক্ষেত্রেও গত কয়েক দিনে বিদেশি(পড়ুন চিন) দ্রব্য বর্জনের হিড়িক সামনে এসেছে। আক্রমনের মূল লক্ষ চিনা অ্যাপ টিকটক। বহু ভারতীয় বলা ভাল বিজেপি সমর্থক চিনা অ্যাপ টিকটক কে আন ইন্সটল করেছেন নিজেদের মোবাইল থেকে। দেশ জুড়ে দেশ’ভক্ত’ দের প্রচার চলছে চিনা অ্যাপ আন ইন্সটল করার।
কিন্তু সেই দেশপ্রেমের আবেগে কার্যত জল ঢেলে দিল খোদ ভারত সরকার! ভারত সরকারের পক্ষ থেকে টিকটকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই আকাউন্টে ইতিমধ্যেই ৮ লক্ষ ৯৪ হাজার ফলোয়ার্স হাজির আর শুধু তাই নয় পোস্ট করা ভিডিও গুলি ইতিমধ্যেই ভিউ হয়েছে ৬৪ লক্ষ বার। হুহু করে ফলোয়ার্স বাড়ছে ভারত সরকারের টিকটক অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে শচীন-অক্ষয় কুমারের ভিডিও!
ভারত সরকারের পক্ষ থেকে অ্যাপের অ্যাকাউন্ট পরিচিতি তে লেখা হয়েছে “Citizen engagement platform of Government of India” উল্লেখ্য ভারতে করোনা ভাইরাস প্রতিহত করার জন্যে যখন প্রধানমন্ত্রী পিএম কেয়ার্স নামক তহবিল গঠন করেন তখন টিকটক সেই অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছিল।
ভারত সরকারের টিকটক অ্যাকাউন্ট ফলো করার জন্যে নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন!