মোটা মানুষকে জড়িয়ে ধরলেই কেটে যাবে ডিপ্রেশন আসবে মানসিক প্রশান্তি!





মোটা মানুষকে জড়িয়ে ধরলে আপনার ডিপ্রেশন কেটে যাবে এমনটাই বলছে গবেষনা।

সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে করা গবেষণায় বেরিয়ে এসেছে, চিকন,স্লিম,কিংবা হালকা মানুষের চেয়ে মোটা মানুষকে জড়িয়ে ধরলে উপকার বেশী। এতে নাকি কেটে যায় ডিপ্রেশন সহ নানান মানুষিক রোগ।

গবেষণা আরো বলছে,মোটা মানুষকে কিচ্ছুক্ষন জড়িয়ে ধরার সাথে সাথে শরীরে এক ধরনের তরঙ্গ প্রবাহিত হয় যা মানবদেহের জন্যে খুব উপকারী। যা মানুষিক প্রশান্তি দেয়।
৩০ বছর ধরে লাখ মানুষকে নিয়ে করা গবেষণাটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডেমিওলজি-তে প্রকাশিত হয়েছে৷

তাই সারাবিশ্বের মানুষকে আরো মোটা হতে এবং স্লিম ছেলেদের মোটা মেয়ে বিয়ে করতে উৎসাহিত করেছেন বিজ্ঞানীরা।এতে শরীরের কোষের মধ্যকার এক ধরনের বিক্রিয়া ঘটে যা ব্যাক্তিকে তরুন ও সতেজ রাখতে সহয়তা করে।



তথ্যসূত্র: American online

You may also like...