ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ সালমানের পর এবার ফেরদৌস কে নিজেদের বলে দাবি করেছে মিয়ানমার

সালমানের পর এবার ফেরদৌস কে নিজেদের বলে দাবি করেছে মিয়ানমার

বেশ কয়েকদিন আগেই সালমান মুক্তাদিরকে নিজেদের বলে দাবি করেছিল মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে বহুল আলোচিত বার্মায় রাখাইন রাজ্যের এই দেশটি কয়েকদিন পর পর নিজেদের বলে নানান কিছু দাবী করে আসছে।এবার তাদের গলায় অন্য সুর। সম্প্রতি বহুল আলোচিত চিত্রনায়ক ফেরদৌসকে নিজেদের বলে দাবি করেছে শান্তিতে নোবেল বিজয়ী অং সাং সুচির এই দেশটি।

১ লক্ষ ৪২ হাজার বর্গ মাইলের এই দেশটি কিছুদিন আগে সেন্টমার্টিনকে নিজেদের বলে দাবি করার পর তা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। কিন্তু বাংলাদেশের চাপে তা তুলে নিতেও বাধ্য ও হয় । তারপর ই বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার ও সালমান মুক্তাদিরকে নিজেদের বলে দাবি তুলে এই দেশটি। কিন্তু সালমান তাদের দাবি অস্বীকৃতি জানিয়ে আন্তজার্তিক আদালতে মায়ানমার এর বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। মিয়ানমার মামলায় হেরে যাওয়ায় আবার বাংলাদেশের নাগরিকত্ব ফেরত পায় সালমান মুক্তাদির।

এবার এই ঠকবাজ ও প্রতারক মিয়ানমারের কালো থাবার শিকার বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস।তাকে নিজেদের বলে দাবি করেছে মিয়ানমার। নিজেদের মানচিত্রে ফেরদৌসকে বাংলাদেশের সম্পদ নয় সেই প্রকৃত মায়ানমারবাসীদের বলে উল্লেখ করেছে মিয়ানমার। ভারত নির্বাচনী প্রচারণার অপরাধে ফেরদৌসকে কালো তালিকাভুক্ত করে দেশে পাঠিয়ে দেওয়ার ঘটনায় পুরোপুরি হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছে তারা।

ইন্টারনেট থেকে প্রকাশিত এক বার্তায় তারা চিত্রনায়ক ফেরদৌসকে উদ্দ্যেশ্য করে বলে ‘ঘরের ছেলে ঘরে ফিরে আসো।তোমার অপমানের তীব্র প্রতিশোধ আমরা নেব। ভারতকে দেখিয়ে দেব মিয়ানমার কি জিনিস। তুমি বাংলাদেশি নয় তুমি আমাদের। তুমি প্রকৃত মিয়ানমারের নাগরিক’

এই চিঠির ব্যাপারে চিত্রনায়ক ফেরদৌসের সাথে ফোন যোগাযোগ করা হলে তিনি আমাদের ফোন ধরেন নি।মেসেঞ্জারে ইনবক্স করা হলে তিনি মেসেজ সিন করে রেখে দেন।আর আমাদেরকে রিপ্লাই দেন নি।

You may also like...