রাতে ঢাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড় রিদ্দো!
পশ্চিম–মধ্য বাড্ডা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রচন্ড শব্দদূষন ঝড় ‘রঙ্গন রিদ্দো’ আরো শক্তিশালী হয়ে আজ রাতে ঢাকার উপর আঘাত হানবে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রঙ্গন রিদ্দো’ বেশ কয়েকদিন যাতব গানের মাধ্যমে শব্দদূষন করে আসছে। যার কারণে এই ভয়ংকর শব্দ দূষন ঝড় উৎপত্তি হয়েছে!
উদ্ভুত পরিস্থিতিতে যাত্রাবাড়ী, মিরপুর, কারওয়ানবাজার বস্তি এলাকায় ৮ নং বিপদ সংকেত দেখাতে বলা হইছে। এ ছাড়া কানে তুলা দিয়ে লুকিয় থাকার আহবান জানানো হইছে।