বয়ফ্রেন্ড গোসল করেনা দাঁত মাজেনা! ব্রেকাপ চেয়ে পুলিশের কাছে দ্বারস্থ প্রেমিকা
সম্পর্কে সমস্যা থাকতেই পারে। কিন্তু তা বলে এমন বিষয় নিয়ে! শুনলে হয়তো অবাক হবেন কিন্তু এটাই সত্যি। বয়ফ্রেন্ড স্নান করেনা দাঁত মাজেনা বলে ব্রেকাপের দাবিতে পুলিশের কাছে দ্বারস্থ হলেন প্রেমিকা।
গুজরাটের বাসিন্দা ২৩ বছর বয়সী মালবিকার অর্জুনের সাথে সম্পর্কে আছেন প্রায় দু-বছর। সম্পর্কের শুরু থেকেই নাকি অর্জুনের স্নান করা আর দাঁত মাজায় অ্যালার্জি। এনিয়ে অনেক বুঝিয়েও কিছুতেই সমাধান বার করতে পারেনি মালবিকা। অবশেষে ব্রেকাপের সিদ্ধান্ত নেয় সে।
তরুণীর মতে, একদিন দু-দিন সহ্য করা যায় ব্যাপারটা। কিন্তু দীর্ঘদিন ধরে একই সমস্যা বয়ে নিয়ে বেড়াতে চাননা তিনি। এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা ছেলের সাথে একে বারেই সম্পর্কে থাকতে চাননা বলে জানায় সে। তাই তার মতে এবার তারা আলাদা হতে চান।
কিন্তু অন্যদিকে আবার মালবিকার বিচ্ছেদের প্রস্তাব মানতে নারাজ অর্জুন। তাই সে জোরাজুড়ি করতে থাকে যাতে মালবিকা ব্রেকাপ না ঘটায়। কিন্তু অর্জুনের কথা না শুনে নিজের ব্রেকাপের সিদ্ধান্তেই অনড় মালবিকা। উল্টে অর্জুনকে হুমকি দিয়েছে এবার বেশি জোরাজুড়ি করলে সোজা গিয়ে নাকি পুলিসের কাছে অভিযোগ করে আসবে সে অর্জুনের বিরুদ্ধে।
কৃতজ্ঞতা: RVCJ