ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ করোনার কারনে প্রাইভেটের স্যারের বেতন মারতে না পেরে মানবেতর জীবনযাপন করছে শিক্ষার্থীরা

করোনার কারনে প্রাইভেটের স্যারের বেতন মারতে না পেরে মানবেতর জীবনযাপন করছে শিক্ষার্থীরা

করোনার কারনে প্রাইভেটের স্যারের বেতন মারতে না পেরে মানবেতর জীবনযাপন করেছে শিক্ষার্থীরা।

 

করোনার কারনে প্রাইভেটের স্যারের বেতন মারতে না পেরে মানববেতর জীবনযাপন করেছে শিক্ষার্থীরা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সরকারি নির্দেশে গত ২৪ মার্চ থেকে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এর ফলে শিক্ষার্থীদের প্রাইভেটে যাওয়া ও বন্ধ হয়ে পড়ে। যার কারনে বাসা থেকে স্যারের ব্যাচের টাকা মারতে পারছে না।

টানা প্রায় দুই মাস ধরে ব্যাচের টাকা বন্ধ থাকায় প্রাইভেট পড়ুয়ারা প্রবল অর্থকষ্টে মানবেতর জীবন যাপন করছেন।

প্রাইভেটের বেতন মারতে না পেরে চোখে সর্ষে ফুল দেখছে প্রাইভেট পড়ুয়ারা। হাত খরচের একমাত্র সম্বল হারিয়ে এখন মানবেতর জীবন-যাপন করছে কেউ কেউ।

নাম প্রকাশে অনিচ্ছুক ইন্টার পড়ুয়া এক শিক্ষার্থী জানিয়েছেন, ভাইরে ভাই জীবন শেষ!স্যারের ব্যাচের টাকা মারতে পারছি না।বাসা থেকে হাত খরচের জন্যে মুখ খুলে চাইতে পারছি না। কারো কাছে হাত ও পাততে পারছি না বিশ্রী অবস্থা’

আরো এক শিক্ষার্থী বলেন, ‘তাঁরা ত্রাণ বা সাহায্যের জন্য পথে নেমে হাত পাততে পারছেন না, আবার পাড়া–মহল্লায় দুস্থদের যে সাহায্য দেওয়া হচ্ছে, তাও পাচ্ছেন না।

তাই সরকারকে তাদের হাত খরচের দিকটা বিবেচনা করার সিদ্ধান্ত নেন।

এদিকে করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধেকল্পে এবং শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) বন্ধের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত ১৮ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর সাধারণ ছুটি শুরু হয়েছে ২৬ মার্চ থেকে। সাধারণ ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হচ্ছে। সর্বশেষ সিদ্ধান্তে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়।

করোনায় ছুটির কারণে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসএসসির ফলও পিছিয়ে যাচ্ছে। সঙ্গে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতে শুরু করাও যায়নি।

২০২০ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে সরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র রমজান, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখি পূর্ণিমা, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত ছুটি রয়েছে।

আর এসব দিবস ও উৎসব উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ক্যালেন্ডারে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি রয়েছে ২৫ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে চোখে সর্ষে ফুল দেখছে প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীরা।

You may also like...