বসুন্ধরায় ওয়াসার সুপেয় পানি খেয়ে আত্নহত্যা করতে গিয়ে দুই যুবক আটক!
দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) থেকে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে ঢাকা ওয়াসা। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করে এই প্রত্যাখ্যানের ঘোষণা দেয় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তিনি বলেন, ওয়াসার পানি শতভাগ সুপেয়।
– প্রথম আলো
আর এদিকে রসিক বাঙালি এক কাঠি সরেস। এই সুপেয় পানি নিয়ে তারা সরাসরি চলে এসেছে ওয়াসা ভবনে। রাজধানীর জুরাইন বাসী ওয়াসার এমডির জন্যে পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে উৎসুক জনতা। কিন্তু এমডি সাহেব এই এই শরবত খেতে নারাজ।
এইদিকে এমডি সাহেবের শরবত না খাওয়াকে কেন্দ্র করে জনমনে দেখা দিয়েছে ওয়াসার পানি ভীতি। এতোদিন স্বাছন্দ্যে এই অপরিষ্কার, নোংরা, দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করলেও এখন আর কেউ এই পানি ছুতেও চাচ্ছেন না। ভয়ে ধারে কাছেও ঘেষতে চাচ্ছেন না কেউ কেউ।আর এক শ্রেণীর কুচক্রিমহল এই সুযোগকে কাজে লাগাচ্ছে।
দুষ্ট ও হতাশ মানুষেরা আত্নহননের জন্যে এখন আগ্নেয়াস্ত্র,বিষ ক্ষুর,ছুড়ির, রশির বদলে ব্যবহার করছে ওয়াসার পানি। একজন ভুক্তভোগীর স্বজন জানান, সম্প্রতি প্রেমে ছ্যাকা খেয়ে কিছু না পেয়ে ওয়াসার পানি খেয়ে আত্নহত্যার চেষ্টা চালায় দুই যুবক। প্রতিবেশীরা টের পেয়ে যায় এই ঘটনা। সাথে সাথে স্থানীয় পুলিশের কাছে সোপার্দ করে দুই যুবককে।

Graphi: THT
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে প্রেমে হতাশ হয়ে তাদের এই সিদ্ধান্ত!