এভেঞ্জারস এনড গেমের টিকেট আনতে দৌড় দিয়ে লুঙ্গির গিট্টু খুলে গেল এক যুবকের!

মার্ভেল ফ্যানদের অপেক্ষার প্রহর কেটে এভেঞ্জারস শেষ পর্ব “এন্ড গেইম” বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে মুক্তি পাবে এপ্রিলের ২৬ তারিখ! আর এই টিকেট বিক্রি আজ থেকে শুরু করেছে প্রদর্শনকারীরা।

এভেঞ্জারাস পাগলা ফ্যানরা সকাল থেকে টিকিট কেনার জন্যে লাইনে দাঁড়িয়েছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া ভিডিও দেখা যায় টিকেটের জন্যে লম্ফ ঝম্প করে দৌড় ঝাপ করছে।

চল্লিশ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় হাফ-প্যান্ট,ফুল প্যান্ট পড়ে মানুষ উরকি পারকি দলবেধে দৌড়াচ্ছে। সবার চোখে মুখে টিকেটের জন্যে প্রবল তৃষনা!

ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, থরের এই যুদ্ধে ডক্টর স্ট্রেইঞ্জ আর আন্ট ম্যান সবাই মিলে যেন দুর্রধর্ষ উন্মাদনায় মত্ত।জম্বি এসেছে ছেড়ে দিতে স্থান।

আর আর এই ইতিহাসের সাক্ষী হতে গিয়ে শিশু-আবাল-যুবক-বৃদ্ধ-তরুন-তরুনী সবাই মিলে দৌড়েছে।এমন দৌড় ঝাপের মধ্যে ঘটে গেছে এক ভয়ঙ্কর কান্ড!

নাম না প্রকাশে একজন ফ্যান জানান, ভাই আমি দুই দিন ধরে বিছানা বালিশ নিয়া সিনেপ্লেক্সের সামনে অপেক্ষা করি টিকেটের জন্যে। কখন ভোর হবে কখন টিকেট আনতে যাবো। এই চিন্তায় যেন আমার দিনই কাটে না রাত কাটে না। ভোর হয় না।কাল রাতে লুঙি পড়ে শুয়েছি। হালকা ঘুম ঘুম ভাব। এমন সময় শুনি টিকেট দিচ্ছে। আমি লুঙি পড়েই সবার সাথে দৌড়। খানিকটা পথ যেতেই দেখি লুঙির গিট্টু খুলে গেছে…

তারপর আর কি বলবো ভাই।বুঝে নিন অবস্থা! ভিতরে গিয়া দেখি আমার লুঙি নেই।

উনি দু:খ প্রকাশ করে বলেন, ভাই আমার মতো আরো কারো যেন এমন সর্বনাশ আর না হয়। লুঙি টাইট করে তারপর যেখানে যান যাবেন।

You may also like...