ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ টিকটক ইউজরাদের করোনার ভ্যাকসিনের প্রয়োজন নেই দাবী আমেরিকার একদল গবেষকের!

টিকটক ইউজরাদের করোনার ভ্যাকসিনের প্রয়োজন নেই দাবী আমেরিকার একদল গবেষকের!

টিকটক ইউজরাদের করোনার ভ্যাকসিনের প্রয়োজন নেই দাবী আমেরিকার একদল গবেষকের!

আমেরিকার একদল গবেষক বলেছে, পৃথিবীতে ই মুহূর্তে ১৮ বছরের কম বয়সী টিকটক ইউজারদের করোনার ভ্যাকসিন লাগবে না।

এদিকে আজ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের দুইটি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।তিনি বলেছেন ১৮ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন লাগবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বয়স ২৫ বছরের নিচে। আর ১৮ বছরের নিচে ৪০ শতাংশ মানুষ। এই মুহূর্তে এদের ভ্যাকসিনের দরকার নেই। এছাড়া গর্ভবতী নারী ও কিছু অন্য জটিল রোগে আক্রান্ত রোগীদের এই ভ্যাকসিন দেওয়া হবে না।

আমেরিকার একদল গবেষক বলেছেন, যাদের বয়স ২৫ এর নিচে এবং যারা টিকটক ব্যাবহার করেন।কিংবা লাইকিতে একাউন্ট করেছেন তাদের কোন ভেকসিন লাগবে। তারা ভেকসিনের চেয়ে শক্তিশালী। তারা সব ভাইরাস মেরে ফেলেছেন।

টিকটক ইউজারদের কেন করোনার ভেকসিন লাগবে না এমন যৌক্তিকতার পেছনে তিনি কারন হিসেবে দেখিয়েছেন টিকটক লাইকি ইউজারদের কোন ভেকসিন লাগার কথা নয়। টিকটক বা লাইকি ইউজাররা টিকটক ব্যাবহারের ফলে তাদের শরীরে জন্মনিয়েছে একধরনের এন্টিবডি যা করোনা সহ মারত্নক ধরনের ভাইরাস থেকে রক্ষা করতে তাদের সহযোগিতা করবে।

তাই কম বয়সী টিকটক বা লাইকি ব্যাবহারকারীদের করোনার ভেকসিন লাগবে না।

[বিশেষ দ্রষ্টব্যঃ উপরের খবরটি বিশ্বাস তো দূরে থাক অবিশ্বাস ও করবেন না। ঠকলে নিজ দায়িত্বে ঠকেন]

You may also like...