ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ ''এইসব আমার বালের করোনা’' বলে লক ডাউন ভেঙে ঈদে বাড়ি ফিরে যাচ্ছেন হাজার হাজার মানুষ!

”এইসব আমার বালের করোনা’’ বলে লক ডাউন ভেঙে ঈদে বাড়ি ফিরে যাচ্ছেন হাজার হাজার মানুষ!

এইসব আমার বালের করোনা’’ বলে লক ডাউন ভেঙে ঈদে বাড়ি ফিরে যাচ্ছেন হাজার হাজার মানুষ!
আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৭৮৮টি নমুনা পরীক্ষা করে আরও ১ হাজার ৬০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৮৭০ জন।
বাংলাদেশে ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর তথ্য আসে। গত দশ সপ্তাহে কখনও এক দিনে এত নতুন রোগী আর এত বেশি মৃত্যু বাংলাদেশকে দেখতে হয়নি।
সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৪ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে উঠলেন
এই যখন বাংলাদেশের অবস্থা তখন লকডাউন ভেঙে বাড়ি চলে যাচ্ছন হাজার হাজার মানুষ। কিন্তু
করোনাভাআইরাসের সংক্রমণ রোধে আসন্ন ঈদুল-ফিতরে আন্তঃজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ঈদের উপলক্ষ্যে গ্রামের বাড়িতে ভ্রমণ করতে দেয়া হবেনা বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
রবিবার (১৭ মে) ভিডিও কনফারেন্সে পুলিশের সব ইউনিটকে এ বিষয়ক নির্দেশনা দেন আইজিপি।
ভিডিও কনফারেন্সে বেনজীর আহমেদ বলেন, “আসন্ন ঈদ-উল-ফিতরে অনেকেই বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন। এটা কিছুতেই হতে দেয়া যাবে না। সরকারের নির্দেশনা ব্যতীত কেউ ঢাকায় প্রবেশ কিংবা ত্যাগ করতে পারবেন না।”
করোনাভাইরাস কারনে আপনি কেন বাড়ি যাচ্ছেন এমন প্রশ্ন করা হলে একজন তেড়ে আসেন আমাদের দিকে।
এসে বলেন,’ এইসব আমার বালের করোনা। এইসব বালের কারোনাকে ভয় পাই না আমরা। ‘ বলে লঞ্চে উঠে পড়েন
জানা যায় তিনি বরিশাল যাচ্ছেন।

You may also like...