ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ এডমিনের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ভোজসভায় মোদীকে খাওয়ানো হলো প্লেটভর্তি গোবর!

এডমিনের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ভোজসভায় মোদীকে খাওয়ানো হলো প্লেটভর্তি গোবর!

আজ ছিল বেঙ্গলি সারকজম পেইজের এডমিনের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষ্যে তার নিজ বাসায় আয়োজন করা হয় বিরাট এক ভোজনসভা ।

এডমিনের বাসায় ২৮ তারিখ যেন ছিল বিশ্ব নেতাদের মিলনমেলা। দূর দেখলে মনে হবে এ যেন এক জাতিসংঘের অধিবেশন বসেছে।

পৃথিবীর সব ক্ষমতাধর রাজনৈতিক ব্যাক্তিবর্গের উপস্থিতিতে পালন করা হয় এডমিনের ২৪তম জন্মদিন।কেক কেটে উৎসবে যোগ দেন পৃথিবীর সব বড় বড় নেতারা।

এডমিনের জন্মদিনে পৃথিবীর সব ক্ষপমতাধর রাষ্ট্রনায়ক কে দাওয়াত দেয়া হয়। বিখ্যাত এই এডমিনের জন্মদিনের ভোজসভায় অংশ নিতে পৃথিবীর নানা দেশ থেকে উড়ে আসেন এসব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাওয়াত রক্ষা করতে ফাস্ট লেডীকে সঙ্গে করে আমেরিকা থেকে ছুটে আসেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব কাজ ফেলে চলে আসেন জন্মদিনের এডমিনের বার্থডে পার্টিতে।

এদিকে দক্ষিন কোরিয়ার ছোট্টবন্ধু কিম জং উন বাদ থাকবেন কেন? সে ও বিশেষ বিমানে চলে আসে এডমিনের বার্থডে পার্টিতে।

চিনের প্রেসিডেন্ট শিং জিং পি করোনা ভাইরাসের ভয়ে প্রথমে আসতে না চাইলেও পরে এডমিনের মন খারাপ হবে এই ভেবে চলে আসেন এডমিনের বাসায়।

তারপর একে একে উপস্থিত হন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান,সৌদি বাদশাহ আজিজ বিদ সৌদ, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

এদিকে দাওয়াত না দিলেও ভারত থেকে ছুটে আসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গেইটে তাকে ঢুকতে না দেওয়া হলে সে কাঁদোকাঁদো গলায় বলে ‘ ম্যানে আপনা দোস্ত ট্রাম্প ছাহাব কো দেকনে আয়া থা। প্লিজ মুজে একবার আন্দার জানে দো। প্লিজ বাহাই’

এডমিনের দয়ায় নরেন্দ্র মোদীকে ঢুকতে দেয়া হয়। নরেন্দ্র মোদীর আসতে আসতে সব খাবার শেষ হয়ে যায়। মোদী না খেয়ে কিছুতেই যাবে না। উপায়ন্তর না দেখে তাকে এক প্লেট গরুর গোবর দেয়া হয়। সে কিছু না বলে খেতে শুরু করে।গরুর গোবর খেতে খেতে আনন্দে ঝলমল করতে থাকে তার মুখ।

সে খেয়ে হাত চাটতে চাটতে বলে ’ম্যারি গো মাতা ক্যা বিষ্টা হাম আরো চাইয়ে। দো না বাহাই আর এককা প্লেট।’

 

[বি:দ্র: কারিগরি ত্রুটির কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে অনুষ্ঠানের ছবি সংগ্রহ করতে না পারায় এখানে কোন ছবি দেওয়া সম্ভব হয় নি]

You may also like...