ঈদ উপলক্ষ্যে বাজারে এলো “মেক্সঞ্জাবি”!GF আর BF পালা করে পরতে পারবে দুজনই!





এবার ইদকে সামনে রেখে একটি  কিম্ভুতকিমাকার ডিজাইনের ড্রেসের ছবি অনলাইনে ছাড়ে একটি ফ্যাশন ডিজাইনিং প্রতিষ্ঠান!

এই ড্রেস পরিহিত জনৈক মডেলের ছবি রীতিমত ভাইরালও হয়।সেখানে দেখা যায় একজন  ছেলে মডেল একটি উভলিঙ্গিক (কনফিউজিং) ড্রেস পরিহিত অবস্থায় দাঁড়িয়ে পোজ দিয়েছেন!
ড্রেসটি ‘না পান্জাবি, না মেক্সি/টপস’ ধরনের।



রীতিমত হাস্যকর একটি ডিজাইনের ড্রেস বলে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।ড্রেসটি তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে বলেও দাবী করছেন অনেকে। ড্রেসটির এ দেশে কদর না থাকলেও অান্তর্জাতিকভাবে ব্যাপক বাজার তৈরি করে ফেলবে এটি।এমন আশায় বুক বেঁধেছেন ড্রেসটির বিপনন সংস্থা!

এই ড্রেস রপ্তানী করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভবনা দেখছেন কেউ কেউ। বাংলাদেশের পোষাক খাত আবার চাঙ্গা হতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে এই পোষাকটি অনেক সম্ভবনা রয়েছে।এটির দাম একটু বেশী হলেও এটির বহু সুবিধা আছে। জানা যায় এই পোষাকটি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড পালা বদল করে পরতে পারবে

লিখা:রাফিদুল রাফি



You may also like...