ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে ইচ্ছে করে হেরেছে দাবী পাকিস্তানের!



ছবি:গুগল



ক্রিকেট নিয়ে কাঁদা ছোড়াছুড়ি যেন থামছেই না। এদিকে আজকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা দাবী করেছেন ‘ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে ইচ্ছে করে হেরেছে’

এই বক্তব্য ক্রিকেট দুনিয়া যেন তেড়েফুঁড়ে উঠেছে।,কয়েকদিন আগে বেফাঁস মন্তব্যে করেছিলেন আলী বাসেত।

ভারত ইচ্ছে করেই হেরে যাবে শ্রীলঙ্কা আর বাংলাদেশের সাথে। পাকিস্তানের উপর প্রতিশোধ নিবে

২০১৯ বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শেষ চারের বাকি তিন দল এখনও নিশ্চিত নয়। তবে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ চারে ওঠার লড়াইয়ে এগিয়ে ভারত। ভারত ও নিউজিল্যান্ড আর একটা করে ম্যাচ জিতলেই পৌঁছে যাবে যাবে সেমিফাইনালে। সাত ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই উঠে যাবে সেমিতে। এমনকি বাকি দুই ম্যাচে হারলেও তাদের সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার। অন্যদিকে, ভারত এখন পর্যন্ত খেলেছে মাত্র পাঁচটি ম্যাচ। আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে ভারতের।



নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেই ভারত নাকি পাকিস্তানের পেছনে লাগবে, এমনটাই ধারণা করছেন পাকিস্তানের সাবেক তারকা বাসিত আলী।

পয়েন্ট তালিকার ৪ নম্বর জায়গার জন্য লড়াই করছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা। ইংল্যান্ড যদি নিজেদের দুই ম্যাচের যেকোনো একটিতেও হেরে যায়, তবে তিন দলেরই ভালো সুযোগ থাকবে সেমিতে যাওয়ার। বাসিতের ধারণা, পাকিস্তানের ক্ষতি করাই থাকবে ভারতের লক্ষ্য। আর সে কারণেই নিজেদের সেমি নিশ্চিত করেই শ্রীলংকা ও বাংলাদেশের কাছে ইচ্ছে করেই হারবে ভারত!

বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে ভারত হেরে গেলে শেষ চারের দৌড়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে যাবে এ দুই দল। এসআরআই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাসিত বলেন, ‘ভারত এখন পর্যন্ত মাত্র পাঁচটা ম্যাচ খেলেছে। তারা কখনোই চাইবে না আমরা যেন সেমিফাইনাল খেলি। ওদের বাকি ম্যাচগুলো বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে। তারা যেভাবে আফগানিস্তানের সঙ্গে খেলেছে, সবাই দেখেছে। স্পষ্ট করে বলার কিছু নেই।’



সেমিতে উঠতে হলে পাকিস্তানকে নিজেদের শেষ তিন ম্যাচ জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর উপরও। কোনো ভাবে যদি বাংলাদেশ আর শ্রীলংকা ভারতকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে। এই শঙ্কা থেকেই ওমন ভাবনা বাসিতের। বাসিত আলী পাকিস্তান জাতীয় দলের হয়ে ১৯৯৩ থেকে ১৯৯৬ মাত্র ৩ বছর পাকিস্তান খেলেছিলেন। জাতীয় দলের জার্সি গায়ে সর্বসাকুল্যে ১৯টি টেস্ট ও ৫০টি ওয়ানডেতে মাঠে নেমেছিলেন বাসিত।



Bengali Sarcasm Desk

এই ডেস্কে কখন কে বসে তার কোন ঠিক ঠিকানা নেই!

You may also like...