রশিদ খানকে বালপাকনা বলায় পাকিস্তান সমর্থকদের পেটালেন আফগান সমর্থকেরা!
দেশের মাটিতে একের পর এক জঙ্গি হামলার দায় পাকিস্তানের ওপরেই চাপিয়ে আসছে আফগানিস্তান। যে কারণে অনেকদিন ধরেই দুই দেশের রাজনৈতিক সম্পর্কের মতো ক্রিকেটীয় সম্পর্কও তলানিতে।
রাজনৈতিকভাবে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক এখন বেশ জটিল হয়ে উঠেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে ঝামেলা লেগেই থাকে। সেই উত্তেজনার রেশ আজ ছড়িয়েছে বিশ্বকাপের ময়দানে। পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান যখন ধুঁকছে, স্টেডিয়ামের বাইরে মারামারিতে জড়িয়ে পড়েছেন দুই দেশের সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরিহিত এক দর্শকের ওপর চড়াও হয়েছে আফগান সমর্থকেরা।
আফগানিস্তানের সমর্থকেরা শুধু প্রতিপক্ষ দেশের সমর্থকদের সঙ্গেই মারামারি করেই থামেননি। অন্য একটি ভিডিওতে দেখা যায় নিরাপত্তা কর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়েছেন তারা। হেডিংলিতে শুরু হওয়া ম্যাচে বেশ কিছু আফগান দর্শক দেয়াল পেরিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেছেন। কিছু দর্শক টিকিট ছাড়া গ্যালারিতে গিয়ে বসেছিলেনও। নিরাপত্তাকর্মীরা তাদের বের করে দিতে গেলে উল্টো চড়াও হয়ে ওঠে। টুইটার বার্তায় বিষয়গুলো তুলে ধরেছেন এক আফগান সাংবাদিকই।
হুট করে এমন কেন মারামারি তার সুনিদিষ্ট কোন কারন না জানা গেলেও। এক আফগানিস্তান ভক্ত জানিয়েছেন রশিদ খানকে একজন পাকিস্তানি বাল পাকনা বলে গালি দিয়েছেন। আর এতেই ক্ষেপে যান তারা। উভয় ই দুই দলের সমথকদের গালাগালি করেন।
শুধু যে গালাগালি নয় তা নয়। তারা একে অপরের উপর চড়াও হন। মাইর ও পিট করেন।