সালমান মুক্তাদিরের বই পড়ে দুই তরুণী হাসপাতালে!




এবারের ২০২০ মহান একুশে বইমেলায় বই বের করেছেন বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার সালমান।তাছাড়া নানান কায়দা কীর্তি করে নেট দুনিয়ায় বির্তকিত হওয়া এই অন্যতম ব্যাক্তি সালমান দ্যা ব্রাউন ফিশ খ্যাত সালমান মোহাম্মদ মুক্তাদির।

 

এই বইমেলায় Behind The Sins নামক বই লিখে হইচই ফেলে দিয়েছেন সালমান মুক্তাদির। এতোদিন তিনি গান,অভিনয়, নানান রকম ভিডিও তৈরী করে আসলেও এবারই প্রথম বাংলা এবং ইংলিশ ভাষার জগাখিচুড়ী মার্কা বাংলিশ ভাষায় লিখেন তার প্রথম বই।

পাঠকেরা মূলত আগ্রহের বসে বই কিনে বসলেও কয়েকপাতা পড়ে ভীষণ রকম ভাবে আগ্রহ হারিয়ে ফেলেন। কিছু কিছু পাঠক এই বই পড়তে পড়তে বুকের বাঁ পাশে একটা চিনচিনে ব্যাথা অনুভব করেন। তারা অবশ্য এই চিনচিনে এই ব্যাথাকে গ্যাস্ট্রিকের ব্যাথা বলে উড়িয়ে দেন।



তার এই বই পড়ে সবচেয়ে বেশী বিপদে পড়ে গেছেন বয়স্ক পাঠকরা। তারা এই বইয়ের ভাষা কিছুতেই বুঝতে না পেরে শেষে গুগল সার্চ করে ক্ষ্যান্ত হয়ে গেছেন। নিজের মনকে বুঝিয়েছেন সব বই সবাই বুঝে না। তেমনি এই বই বুড়োদের জন্যে নয়। এই বই উঠতি বয়সের তরুণ তরুনীদের জন্যে।

 

উঠতি বয়সের তরুনীরা এই বই কেনার সালমানের বইয়ের স্টলের সামনে হামলিয়ে পড়ে। এই সময় সালমান তাদের দেখে আবেগ আপ্লুত হয়ে বলে উঠে ‘তোমরা আমার বুকে আসো।’

পরে অবশ্য তার এই কথা নিয়ে পাঠক সমাজে সমালোচনা হলে তিনি তার কথা ফিরিয়ে নিয়ে বলেন।

আরে ধুর! বুকে আসো কে বলেছে? আমি তো বলেছি ‘তোমরা আমার Book(বই এর কাছে) আসো।’ বলে হেসে উঠেন তিনি।



মেলায় ঘুরতে আসা তরুণীদের কেউ কেউ সালমান মুক্তাদিরের বই কিনে বাড়ি নিয়ে গেছেন। আর সেখান থেকে ঘটেছে যত সব সমস্যা। বই খোলার পর কয়েকপাতা পড়ে তারা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত সালমান মুক্তাদিরের বই পড়ে দুই তরুণী হাসপাতালে। কি কারনে হাসপাতালে তাও জানা যায় নি।

এদিকে তরুণীর বাবা মা মুখ খুলতে রাজি হচ্ছেন না। অজ্ঞান হয়ে যাওয়া এসব তরুনীদের ইন্টারভ্যু নিতে গেলে রিপোর্টারদের হাসপাতালে ঢুকতে দেয় নি কর্তৃপক্ষ। এটার বিস্তারিসংবাদ সংগ্রহ করতে গেলে সালমান ভক্তরা লাঠি,জুতা,সব নানান জিনিসপত্র নিয়ে ‘হেটারস হেটারস বলে চিল্লাতে চিল্লাতে আমাদের দিকে ছুটে আসে। এই দৌড়ানি খেয়ে ক্যামেরাম্যান এবং রিপোরটার দুইজনেই ড্রেনে পড়ে যায় পড়ে তাদের আর খোজ পাওয়া যায় নি।


You may also like...