ভেবেছেন মেসি আর ফুটবল খেলবেন না তাই ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন মেসি পাগল সুমাইয়া

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মঙ্গলবার জানায়, মনস্থির করে ফেলেছেন বার্সেলোনা অধিনায়ক। তাই চুক্তির একটি ধারা সক্রিয় করে বিনা ফিতে ছাড়তে চাইছেন ক্লাব।

এদিকে এসব খবর যখন বাতাসে ভাসছে  বাংলাদেশের আরেক মেসি ভক্ত সুমাইয়া ঘটিয়ে ফেলছেন এক বিরাট কান্ড। তিনি ভেবেছেন হয়ত মেসি আর ফুটবল খেলবেন না।এই কষ্টে তিনি ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন পরে জানা যায় আসলে ফুটবল নয় তিনি বার্সালোনা ক্লাব ছেড়েছেন। এই খবর শোনে আবার ভাতের প্লেট হাতে নিয়ে বসেছেন মেসি পাগল সুমাইয়া। মেসির কিছু হয়ে গেলে কাউকে ছাড়বেন না বলে ফেইসবুক স্ট্যাটাসে শাসিয়েছেন বার্সালোনা ক্লাবকে।

মেসির এমন প্রস্থানে ভেঙে পড়েছেন সুমাইয়ার মতো অনেক ভক্ত।

You may also like...