আইইডিসিআর কে Pregnancy টেস্ট করতে দিলে দেশে আর কোন Pregnant মহিলা পাওয়া যাবে না-



আইইডিসিআর কে Pregnancy টেস্ট করতে দিলে দেশে আর কোন Pregnant মহিলা পাওয়া যাবে না –

আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান গত ২৪ ঘন্টায় বাংলাদেশে মোট ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়, যাদের কারো নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা যায়নি।

এছাড়া আগে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরো ৪ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।



এনিয়ে বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া মোট ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হলেন।

সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৬ জন নারী। তাদের বয়স ২ বছর থেকে ৫৪ বছরের মধ্যে এবং গড় বয়স ২৯।

গত কয়েকদিনের মত আজও আইইডিসিআরের পরিচালক জানান কমিউনিটি ট্রান্সমিশন সীমিত আকারে শুরু হলেও তা এখনও বিস্তার লাভ করেনি।

“একটা দু’টো জায়গায় সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। এর মধ্যে একটি জায়গায় আমরা সংক্রমণের উৎস খুঁজে পাইনি, তাই সেই জায়গাটিকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে নজরদারি কার্যক্রম চালিয়েছি এবং এখনও চালাচ্ছি।”

“আরেকটি জায়গায় আমরা নির্দিষ্ট ক্লাস্টার বা গুচ্ছে রোগী পেয়েছি। তাই এটিকে আমরা সামাজিক সংক্রমণ বলবো না, তবে সীমিত আকারে সংক্রমণ হয়েছে তা আমাদের পর্যবেক্ষণে এসেছে”, বলেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এটিকে মানতে চাইছেন না দেশের কেউ। তাতেই মন্তব্য করে বসলেন রুহুল কবীর রিজভী তিনি সবার মতো বলে বসলেন
“আইইডিসিআর কে Pregnancy টেস্ট করতে দিলে দেশে আর কোন Pregnant মহিলা পাওয়া যাবে না”



You may also like...