‘চুল কতটুকু লম্বা হলে বড়লোকের বেটি উপাধি পাওয়া যাবে’ জানতে চেয়ে হাইকোর্টে রিট ২ তরুনীর
বড়লোকের বেটিদের চুল লম্বা হবে এটা স্বাভাবিক।জগতের স্বত:সিদ্ধ নিয়ম।এ যেন এক অমোঘ সত্য।
এই নিয়মের উলট পালট হয় না। কিংবা হওয়া সম্ভব নয়। এটি নিউটন,আর্কিমিডিস এর সূত্রের মতো ধ্রুব সূত্র।এই সত্য সূর্যের মতো ধ্রুব। অকাঠ্য দলিল ধার করিয়ে ফেলা যায় এই সত্যের পেছনে।
বহুদিন আগে এই স্বাভাবিক সত্যকে স্বীকার করে নিয়েছে বাঙলার শিক্ষিত,অর্ধশিক্ষিত,সুশীল,গুনী,বুদ্ধিজীবী, আবাল বৃদ্ধ,বনীতা সহ সকল শ্রেণীর পেশার মানুষ।
আর এই প্রতিষ্ঠিত সত্যটি এবার গানের জগতে রূপ দিল আরেক মাত্রা
“বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল
এমন মাথায় গেঁথে দেবো লাল গেন্দা ফুল”
অভিনেত্রী জ্যাকুলিন ফারনান্দেজ ও বাদশাহ র্যাপার দুজন মিলে মাতিয়ে রেখেছিলেন গোটা নেট দুনিয়া। এই গান ইতোমধ্যে ভাইরাল।কে বড়লোক কে বা ছোট লোক এটা এই গানের মধ্যে প্রমাণ করা যায়।
এতে ধারনা করা যায় বড়লোকের বেটি হলে চুল থাকতে হবে লম্বা।
অবশ্য মমতাজের বহু আগে গানে গানে বলে গিয়েছিলেন অবশ্য এই কথা ‘খাইরুন লো তোর লম্বা মাথার কেশ। চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ।’ মমতাজের এই গান থেকে প্রমান করা যায় চুল লম্বা হলেই মেয়ে হবে বড়লোকের বেটি।
কিন্তু তবুও যেন একটু খুঁত থেকে যায়। কারনে কলঙ্কহীন কিছুই সম্ভব নয়।শাস্ত্রে আছে ‘চাঁদের ও কলঙ্ক আছে’।
কতটুকু চুল লম্বা হলে তাকে বলা যায় বড়লোকের বিটি। এই প্রশ্নের উত্তর কেউ জানে না। কেউ বলছে দুই মিটার,কেউ বলছে ১মিটার, আবার কেউ বা বলছে ০.৩ মিটার।
দুই তরুনী ক্ষেপে গেলেন এই কথা শুনে। তাই তারা সঠিক উত্তর খুঁজতে হাইকোর্টে রিট করে ফেললেন। এখন শুধু উত্তরের অপেক্ষা।