সীমিত আকারে বিয়ে করার জন্যে কাজী অফিস খুলে দিতে সারাদেশে বিক্ষোভ।কঠোর আন্দোলনের হুমকি!




সীমিত আকারে বিয়ে করার জন্যে কাজী অফিস খুলে দিতে সারাদেশে বিক্ষোভ।কঠোর আন্দোলনের হুমকি দিলেন বিবাহ যোগ্য ভাইয়া আপুরা।

করোনাভাইরাসের সংক্রমণে বিস্তার ঠেকাতে সরকারি-বেসরকারি অফিসে ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হলেও সীমিত পরিসরে খুলছে হাটবাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট শপিং মলগুলো। ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে আগামী ১০ মে থেকে এগুলোসহ অন্যান্য কার্যাবলি সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এগুলো সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।



আর আসন্ন ঈদের সময় জনগণকে নিজ নিজ স্থানে থাকতে হবে এবং আন্তজেলা, উপজেলা বা বাড়িতে যাওয়ার ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
এর আগে গত ২৬ এপ্রিল থেকে তৈরি পোশাক কারখানা সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। এখন হাটবাজার, দোকানপাট খোলার সুযোগ দেওয়ার মধ্যে দিয়ে লকডাউন (অবরুদ্ধ) পরিস্থিতি শিথিল হয়ে গেল। -প্রথম আলো

করোনা ভাইরাসে ছুটির ফাঁদে বিয়ে আটকে গেছে অনেকের। কবে বিয়ে হবে তার কোন ঠিক নেই।বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন অনেকে।অনেকের আবার বিয়ের সব যোগাড় যন্ত্র করার পর কাজীর অভাবে আটকে যাচ্ছে বিয়ে। বিয়ের জন্যে কাজী অফিস খোলা চাই। তাই কাজী অফিস খুলে দিতে বিক্ষোভ ।একজন হুশিয়ারী দিয়ে জানিয়েছেন যদি আগামী ১০ তারিখের ভেতর কাজী অফিস খোলা না হয় তবে ঈদের পর আমরা কঠোর আন্দোলনে যাবো ইনশাআল্লাহ।

তখন সম্ম স্বরে উত্তেজিত জনতা চিৎকার করে উঠে মোদের দাবী একটাই সময়মতো বউ চাই!


You may also like...

Leave a Reply