ঘূর্ণিঝড় ফণীর সাথে টেলিফোনে একটু পর পর কথা বলেছেন ব্যারিস্টার রিজভী!

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, যেকোনো বড় দুর্যোগ-দুর্বিপাক মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল’ আছে। তিনি সভা না করে বিদেশ চলে গেলেন। কোনো আন্তমন্ত্রণালয় সভা নেই। উপকূলীয় জেলা পর্যায়ে জরুরি সভা নেই। তিন বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, কোস্টগার্ড, আনসার—এদের নিয়ে কোনো সভা করা হয়নি। উদ্ধারকাজে কোনো প্রস্তুতি গ্রহণ করা হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী আগামী শনিবারের আগেই বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের ১৯ জেলায় এর মধ্যে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানিয়েছেন।

-প্রথম আলো

ফণীর ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান। ফণীর সাথে একটু পর পর আমার কথা হচ্ছে। টেলিফোনে যোগাযোগ করা হলে ঘূর্ণিঝড় ফণীকে আমাকে জানাচ্ছে আপাতোত সে খুব ব্যাস্ত। আমি যেন তাকে পরে ফোন দিই। কিন্তু আমি অনবরত ফোন দিতেই থাকি।

 

এমন কি তিনি এও বলেন,‘ আমি ফণীর হাত পা ধরে অনুরোধ করে বাংলাদেশে আসতে নিষেধ করছি। সে আমার কথা ফেলতে পারবে না। তবুও দেখা যাক। এরা অতি দুষ্টু ঝড়। এদের আবার বিশ্বাস নেই।’ বলে তিনি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেন।

[এটিকে সংবাদ ভেবে বিশ্বাস করার কোন কারন নেই।এটি মূলত সঙ-বাদ। নিছক বিনোদনের উদ্দেশ্য গ্রহন করার জন্যে অনুরোধ করা হলো]

You may also like...