দক্ষিন এশিয়ায় সেরা সেলফি ছবির পুরুষ্কার জিতে নিল কুমিল্লার ইমরুল কায়েস!





ক’দিন আগেই হয়ে গেল দক্ষিন এশিয়ার সেলফি ফটোগ্রাফি কম্পিটিশন।আর এই কম্পিটিশনে সেলফি ক্যাটাগরিতে সেরা সেলফির পুরুষ্কার জিতে নিল কুমিল্লার ছেলে ইমরুল কায়েস।

দক্ষিন এশিয়ার তেরোটি দেশের দুইশ প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগীতায়। নানান ধরনের ছবি উঠানো হয় প্রতিযোগীতায় অংশ নেয়। ১৭ টি ক্যাটাগরির ৩৬০ টি ছবি নিয়ে জাপানের রাজধানী টোকিও তে বসে এই ছবি উৎসব!

তার মধ্যে থেকে সেলফি ক্যাটাগরিতে প্রথম পুরুষ্কার বা ফার্সট প্রাইজ জিতল এই ছবি।

ছবিটিতে দেখা যায় একজন ছেলে ঈদগাহের নামাজে ছবি তুলছে। এতটুকো পর্যন্ত ঠিক ছিল। এতটুকো হলে ছবিটা খুব সুন্দর ছিল! কিন্তু ছবিটার যে টুকুন জায়গা জৌলস বা জেল্লা ছড়িয়েছে সেটুকুন হচ্ছে ছবির পোজ!



ভাত-মাছ খাওয়া বাঙালির মতো করে বললে বলতে হয় ছবির লুক,আর এক্সপ্রেশন!লুক আর এক্সপ্রেশনে বাজিমাত করেছে সেলফিটাকে। তাতেই যেন ছবি টা সেরা পুরুষ্কার জিতে গেল!

বিচারক মন্ডলীর মন জয় করেছে এতটুকুন ই!দর্শক মন্ডলীর ভোটেও অন্যান্য দেশকে ছাপিয়ে এগিয়ে ছিল ছবিটি।ফলাফল যা হবার তাই হলো।

ছবিটির দিকে নজর দিলে দেখা যাবে উঠতি বয়সি একজন (ইমরুল কায়েস) ঈদগাহে ঈদের নামাজের সময় বত্রিশ দাত বের করে ছবি তুলছে। বাকীরা তখন নামাজের সেজদায়!

ইমরুল কায়েসকে পুরুষ্কার পাওয়ার পর তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, ভাই আমার কোন অনুভূতি নেই। আমি এখন অনুভূতি শূন্য! বলে সাথে সাথে দৌড়ে পালিয়ে যান।

পরে তাকে আর থামানো যায় নি।



You may also like...